গোরু পাচার মামলায় তদন্ত নেমে আবার সিউড়ির ব্যাঙ্কে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। এদিন আরও কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে।

হাইলাইটস
- সিউরির সমবায় ব্যাঙ্কে আবার হানা দিল সিবিআই
- বেশ কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন সিবিআই গোয়েন্দারা
- আগেও ১৭৭টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল
এর আগেও সিউড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কে অভিযান চালিয়ে মোট ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআই। ওই ভুয়ো অ্যাকাউন্টগুলির গোরু পাচারের কালো টাকা সাদা হয়েছে বলে জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। ব্যাঙ্কে পাওয়া যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে সিবিআই আধিকারিকরা নিশ্চিত যে ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি কোনও একজন ব্যক্তিই চালাত। কারণ প্রতিটি অ্যাকাউন্টের নথিতে মেলা হাতের লেখা একই ধরনের। নিশ্চিত হতে হ্যান্ড রাইটিং এক্সপার্টের সাহায্য নিয়েছে তদন্তকারী সংস্থা। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে ক্লোজ করেছিল সিবিআই। যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়়েছে, তাদের অভিযোগ সরকারি বিভিন্ন প্রকল্পে তাঁরা নথি জমা দিয়েছিলেন। সেখান থেকে হয়তো নথি বেহাত হয়েছে। কালো টাকা সাদা করার ক্ষেত্রে রাজ্য খাদ্য দফতরের যোগ রয়েছে, এমনটাও অভিযোগ করেছেন সিবিআই আধিকারিকরা।
গোরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। এই মামলার তদন্ত করছে ইডিও। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ অবধি কেষ্টর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সিবিআই যেভাবে ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তৎপর, তাতে আগামীদিনে এই মামলার তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেটাই দেখার।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ