Cooch Behar News: ‘রাস্তা না হলে পঞ্চায়েত ভোট বয়কট’, মন্ত্রী উদয়ন গুহকে সাফ কথা বাসিন্দাদের – minister udayan guha faces protest in cooch behar on campaign of didir suraksha kavach


পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) কথা মাথায় রেখে নেতাদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করে গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শাসকদলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন। গ্রামের রাস্তা সংস্কার না হলে পঞ্চায়েত ভোট বয়কট করা হবে। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে ‘দিদির দূত’ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) কাছে পেয়ে এমনই হুমকি দিলেন শীতলকুচি গ্রামের বড় কৈমারি গ্রামের বাসিন্দারা। বুধবার দুপুরে শীতলকুচি ব্লকের বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের গ্রামে এই ঘটনা ঘটেছে। বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। এলাকাবাসীকে তিনি জানিয়েছেন, ভোট বয়কট করা কোনও সমস্যার সমাধান হতে পারে। ভোট দেওয়াটা সবার গণতান্ত্রিক অধিকার। অভাব অভিযোগ কী রয়েছে সেটা জানতেই গ্রামের বাসিন্দাদের আসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী গ্রামবাসীদের জানিয়েছেন, সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।

Didir Suraksha Kawach : ‘দিদির দূতদের প্রবেশ নিষেধ’, গ্রামবাসীদের ফরমান ঘিরে শোরগোল
এলাকায় কোন সমস্যা রয়েছে কিনা সে সব জানতে ‘দিদির সুরক্ষা কবচ ‘কর্মসূচির অন্তর্গত দিদির দূতেরা গ্রামে গ্রামে যাচ্ছেন। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে কোচবিহার জেলাতেও এই কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়ছেন শাসকদলের নেতা মন্ত্রীরা। তবে এই প্রথম নয়, আগেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন। ১৫ই জানুয়ারি চিলকিরহাটে ‘দিদির দূত’ হিসাবে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে তাঁকে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়। ‘দিদির দুত’ কে কাছে পেয়ে অভিযোগ জানিয়েছিলেন জনৈক বাসিন্দা। তাঁর অভিযোগ ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জবকার্ড করে দেওয়ার নামে তার কাছে টাকা নিয়েছে। সেদিন ওই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি এলাকবাসীকে বলেন, ‘কোথাও কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওযার নামে কেউ যদি টাকা চায় তবে আমাকে জানাবেন। আমি তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে।’

Didir Doot : পানীয় জল থেকে বার্ধক্য ভাতা নিয়ে অভিযোগ, দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভের মুখে রায়নায় বিধায়ক
বুধবার শীতলকুচি ব্লকের বড় কৈমারী গ্রামে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এলাকার বাসিন্দারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে সম্পর্কে খোঁজ নেন উদয়ন বাবু। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে অভিযোগ করে বলেন কৈমারী গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সবাইকে অভিযোগ জানালেও কাজ হয়নি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলেও ভোট বয়কট করা হবে। যদিও পড়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে সেই এলাকা থেকে বের হন ‘দিদির দূত’ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *