Dakshin Dinajpur News : পুঁতির কাজের নামে হাজার হাজার মহিলাকে প্রতারণা, কুমারগঞ্জে তুমুল উত্তেজনা – more than thousand women allegedly cheated in south dinajpur kumarganj police took action


West Bengal Local News: প্রতারণার নতুন কৌশল। শাড়িতে পুঁথির কাজ দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রতারিতদের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাটে। টাকা ফেরতের দাবিতে কয়েকশো মহিলা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। এমনকী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। প্রতারিতদের বিক্ষোভ সামাল দিতে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠি চার্জ করে পুলিশ। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। যদিও টিয়ার গ্যাস ফাটানোর কথা অস্বীকার করেছে পুলিশ। জানা গিয়েছে, জনতার সঙ্গে সংঘর্ষে লাঠি ও ইটের আঘাতে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Asansol Road Accident Today : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল, ভাঙচুর পুলিশের গাড়ি! আহত একাধিক
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। রাতভর অভিযান চালানো হবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, একটি বেসরকারি সংস্থা গ্রামের মহিলাদের কাজ দেওয়ার নাম করে প্রায় ৪ হাজার জনের কাছ থেকে ১৫০০ টাকা নেয়। সংস্থার তরফে জানানো হয়েছিল সপ্তাহে একটি করে শাড়িতে জড়ির কাজ করে দিতে পারলেই ২০০ – ৪০০ টাকা করে মজুরি দেওয়া হবে। ঘরে বসে এই উপার্জনের সুযোগ পেয়ে গ্রামের অনেক মহিলাই নাম নথিভুক্ত করছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় হাজার খানেক। মহিলাদের অভিযোগ, প্রথম কয়েক সপ্তাহে সঠিকভাবে টাকা দিলেও সোমবার থেকে হঠাৎ উধাও হয়ে যায় ওই সংস্থার লোকজন।

Malda News: পুলিশ সুপারের অফিসেই ভুয়ো চাকরির প্রতারণা চক্র! মালদায় চাঞ্চল্য
বুধবার দুপুরে কয়েক হাজার মহিলা ডাঙ্গারহাটে অবস্থিত মর্তুজ সরকারের বাড়ির সামনে এসে উপস্থিত হন। এবং তারা তাদের টাকা ফেরতের দাবি জানাতে থাকেন। জানা গেছে, এই মর্তুজ সরকারের বাড়িতে ওই সংস্থার কর্মীরা ভাড়া নিয়েছিল। যার ফলে সংস্থার লোকেদের না পেয়ে আজ তার বাড়িতেই ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। প্রতারিত এক মহিলা বলেন, ‘আমরা টাকা নেওয়ার জন্য এখানে এসেছি। আমরা শাড়ির কাজ করেছি, আমাদের টাকা দেওয়া হয়নি। আমার থেকে দেড় হাজার টাকা ও আধার কার্ড নেওয়া হয়েছে। আমরা আমাদের টাকা চাই যে কোনও মূল্যে।’

Howrah Incident Today : শ্যামপুরকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা, থানার সামনে দফায় দফায় বিক্ষোভ
এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, ‘কুমারগঞ্জের একটি ঘটনা ঘটেছে। সেখানে বিক্ষোভ সামাল দিতে গেলে পরে পুলিশের উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় পুলিশ লাঠি চার্জ করে। বিক্ষোভকারীদের আঘাতে ৩ জন পুলিশ কর্মী আহত হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *