Dokra Shilpo : জেলার মুকুটে নয়া পালক! বাঁকুড়ার ডোকরা শিল্প -সংগীত ঘরানার স্থান এবার ডাক বিভাগে – bankura dokra art is now in the postal department


Bankura News : ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার (Bankura) ঐতিহ্যবাহী বিকনার ডোকরা শিল্প ও বিষ্ণুপুর সঙ্গীত ঘরানা। বুধবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে (Edward Memorial Hall) এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল প্রধান জে.চারুকেশী, দক্ষিণ বঙ্গ রিজিওনের পোস্ট মাস্টার জেনারেল শশী শালিনী কুজুর। ডোকরা হল ‘মোম ঢালাই’ পদ্ধতিতে তৈরি এক অদ্ভুত শিল্পকর্ম, যা প্রায় সাড়ে চার হাজার বছরের পুরনো। সিন্ধু সভ্যতার সময় মহেঞ্জোদারোতে ডোকরা শিল্পের অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন এই ধাতুজ শিল্প এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে বাংলায়। ভারতীয় ডাক বিভাগের সি.পি.এম.জি জে.চারুকেশী এদিন জানান, বাঁকুড়ার ঐতিহ্যবাহী এই শিল্পকর্ম ও সংস্কৃতিকে তাঁরা তুলে ধরার চেষ্টা করছেন।

West Bengal Tourism : পর্যটন টানতে বিষ্ণুপুর থাকছে ট্যুরিস্ট গাইড, অযোধ্যা পাহাড়ে থাকছে বড় চমক!
সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন বিকনার ডোকরা শিল্প ও রবীন্দ্র স্মৃতিধন্য বিষ্ণুপুর সঙ্গীত ঘরানাকে বিশেষ খামের মাধ্যমে তুলে ধরা হলো। আগামী দিনে ডাক বিভাগের হাত ধরে সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে বাঁকুড়ার এই শিল্পকর্ম ও সঙ্গীত ঘরানা। একই সঙ্গে বিষ্ণুপুরের (Bishnupur) ঐতিহাসিক মন্দিরগুলিকে নিয়ে এই ধরনের কাজের ভাবনা ডাক বিভাগের আছে বলে তিনি জানান। ডাক বিভাগের এই উদ্যোগ বাঁকুড়ার এই শিল্পকে আরও বিশ্বজনীন করে তুলবে মত তাঁর। প্রসঙ্গত, এর আগে বাংলার একাধিক ঐতিহ্যশালী খাদ্য, প্রতিষ্ঠা, ভাস্কর্যকে বিশেষ মর্যাদা দিয়েছে ডাক বিভাগ। গত সেপ্টেম্বর মাসেই বর্ধমানের সীতাভোগ, মিহিদানার পর দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোয়াকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নেয় ভারতীয় ডাক বিভাগ।

West Bengal News : বুনো হাতির তাণ্ডব বাঁকুড়ার একাধিক গ্রামে, আহত হুলা পার্টির ২ সদস্য
গত বছর ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে শোভা পায় বিষ্ণুপুরের বালুচরী শাড়ি। তবে শুধু বালুচরী নয়, একই সঙ্গে বাঁকুড়ার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পকেও ডাক খামে জায়গা দেওয়া জয়। বাঁকুড়ায় একটি প্রদর্শনী থেকে এ দু’টি খাম প্রকাশ করেন ডাক বিভাগের কর্তারা। এর আগেও বিষ্ণুপুরের শ্যামরায়ের মন্দির, শিল্পী যামিনী রায়ের শিল্পকর্ম নিয়ে ডাক টিকিট প্রকাশিত হয়েছে ডাক বিভাগের তরফে। পাঁচমুড়া ও বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী শিল্প এবং তার পাশাপাশি মাদুর ও পটচিত্র নিয়েও ডাকবিভাগ বিশেষ কভার তৈরি করেছে। এই বিশেষ খাম বাঁকুড়া মুখ্য ডাকঘর ও কলকাতা GPO-তে পাওয়া যাবে বলে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *