Durgapur News : রেললাইন থেকে উদ্ধার স্কুল পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ, রহস্য দুর্গাপুরে – minor school student body found from durgapur coke oven police station area


West Bengal Local News: স্কুল ছাত্রের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় দুর্গাপুরে (Durgapur) চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রের নাম প্রীতম পোড়েল। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার হয় কিশোরের ক্ষতবিক্ষত দেহ। জানা গিয়েছে, দুর্গাপুরের কোক ওভেন থানার (Coke Oven Police Station) অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা প্রীতম। সিটি সেন্টারের পলাশডিহার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল প্রীতম। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রীতমের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুলে গিয়েছিল প্রীতম। কিন্তু, স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি সে। ছেলে সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে শুরু করে তাঁর পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজি করার পর প্রীতমের খোঁজ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন কোকওভেন থানায় বিষয়টি জানান।

Nadia News : বাড়িতে প্যারা মেডিক্যাল পড়ুয়াকে কুপিয়ে খুন! নদিয়ায় চাঞ্চল্য
নিখোঁজ কিশোরের পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নামে কোক ওভেন থানার পুলিশ। শেষে প্রীতমের বাড়ির খুব কাছে রেললাইন থেকে তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। দেহ সাথে সাইকেল ও স্কুলের ব্যাগ উদ্ধার করে দুর্গাপুর জিআরপি। সেখান থেকে কিশোর মোবাইল ফোনটিও উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। পরিবারের দাবি ঠান্ডা মাথায় খুন করা হয়েছে প্রীতমকে। স্থানীয় বাসিন্দা ও নিহত কিশোরের পাড়া-পড়শিদেরও একই দাবি। কিশোরের ক্ষতিবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুর্গাপুর জিআরপি আসানসোল মহকুমা হাসপাতালে দেহ পাঠায়।

West Bengal Local News : সাতসকালে কান্দিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন মৃত স্কুল ছাত্রের পরিবারের দাবি বেশ কয়েকদিন ধরে স্কুলে যেতে চাইছিলো না প্রীতম, গতকালও এক প্রকার জোর করে প্রীতমকে স্কুলে পাঠায় মা টুম্পা পোড়েল। পরিরার জানিয়ে পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকাসহ আরও অন্যান্য প্রতিভা ছিল প্রীতমের। কিশোরের মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করা চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিশোরের পরিবারের এক আত্মীয় বলেন, ‘এটা কোনওভাবেই আত্মহত্যার ঘটনা নয়। আত্মহত্যা করার হলে বাড়ি থেকেই বেরিয়েই করত। সারাদিন স্কুল করে বাড়ির এত সামনে এসে আত্মহত্যা করত না। লোকেশন দেখে পুলিশ ওকে খুঁজে বের করেছে। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত চাই। এর পিছনে যাঁরা রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *