Howrah Incident: একাধিক কুকীর্তি শান্তনুর, চোলাই টাইকুনের দাদাগিরি অজানা নয় পুলিশেরও – police arrested one more accused in howrah shyampur incident


West Bengal Local News হাওড়ার উলুবেড়িয়া – শ্যামপুরের গোবিন্দপুরে (Howrah Uluberia Case) মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বাবাকে খুনের ঘটনায় মঙ্গলবার রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আর এই অভিযুক্তের গ্রেফতারির সঙ্গে সঙ্গেই খুলে গেলে অপরাধের ‘প্যান্ডোরা বক্স’।

শ্লীলতাহানির ঘটনায় ধৃতের নাম শান্তনু হাপড়। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে মঙ্গলবার রাতে মৃতদেহ নিয়ে পথ অবরোধে সামিল হয়েছিল এলাকার মানুষ। সেই সময় পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করেছিল শান্তনুকে শীঘ্রই গ্রেফতার করা হবে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন ওই অভিযুক্ত। মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে শান্তনুকে গ্রেফতার করে পুলিশ ।

Howrah News: ইভটিজিংয়ের শিকার মেয়ে, প্রতিবাদ করতেই বেধড়ক মার! মৃত্যু ব্যক্তির

কে এই শান্তনু?

বুধবার এলাকায় গিয়ে খোঁজ খবর নিতেই ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়ে এল। শ্যামপুর বাগনান রোডে গোবিন্দপুর বড়িতলা মোড়ে শান্তনুর বাবার সাইকেলের দোকান। স্থানীয় সূত্রে খবর, বাবার সাইকেলের দোকানের আড়ালেই চলে তার চোলাই মদের রমরমা ব্যবসা। বহুদিন ধরেই এই নিয়ে অভিযোগ করে আসছেন এলাকার মানুষ। তবু প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। গোটা শ্যামপুর এলাকায় চোলাই মদ সরবরাহের পাশাপাশি শান্তনু নিজে দোকানের নিচেও মদের ঠেক চালায় বলে অভিযোগ।

Howrah News: চোলাইয়ের ব্যবসা থেকে এলাকায় দাদাগিরি! শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ফুঁসছে হাওড়া

স্থানীয় সূত্রে খবর, আগে শান্তনু আগে কলকাতার সিঁথির মোড়ে সোনার দোকানে কাজ করলেও বেশ‌ কয়েক বছর আগে থেকে শান্তনু চোলাই মদের ব্যবসা শুরু করে। ক্রমশ সে তার সাম্রাজ্য বাড়াতে থাকে। সকাল থেকে রাত প্রকাশ্যে চোলাই মদ বিক্রি করলেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস কারও ছিল না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত পুলিশের মদতে শান্তনু চোলাই মদের ব্যবসা করত বলে কেউ প্রতিবাদ করলে, তাঁকে হুমকি দিত, এমনকী তাঁর কপালে মারধর পর্যন্ত জুটত। এলাকার মানুষের অভিযোগ, কয়েক বছরে হঠাৎই শান্তনু কোটি টাকার মালিক হয়েছে। একাধিক গাড়ি সহ সম্পত্তি করেছে সে। তাদের অভিযোগ, রবিবারের ঘটনায় যে কিল্টন বাগকে পুলিশ গ্রেফতার করেছে সে সম্পর্কে শান্তনুর ভগ্নিপতি।

Dakshin 24 Pargana : চিকিৎসা নামে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন নির্যাতন, নক্কারজনক ঘটনা কুলতলিতে

এদিকে বুধবার সকালে গোবিন্দপুরে শান্তনুর বাড়িতে গিয়ে দেখা গেল দরজা বন্ধ। বাড়ির এক পাশে ছোট্ট একটি ঘরে বৃদ্ধ দাদু আছে। শান্তনু কোথায়? প্রশ্নে তাঁর এক আত্মীয়া জানান, মঙ্গলবার রাতে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও তাঁর পরিবারের লোকজন কোথায় সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। তাদের দাবি, আগে শান্তনু চোলাই মদের ব্যবসা করলেও এখন ওই ব্যবসার সঙ্গে সে আর যুক্ত নেই। এমনকী সে শান্ত স্বভাবের ছেলে বলেও দাবি করেন আত্মীয়রা। তবে রবিবারের ঘটনায় তারা সরাসরি ক্লিটন এবং টিটনকেই দায়ী করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *