ISF Procession : নওশাদের গ্রেফতারির প্রতিবাদ! মিছিল নাগরিক মঞ্চের, শুরুতেই পুলিশের সঙ্গে বচসা ISF সমর্থকদের – citizen rally lead by indian secular front started from sealdah and going towards dharamtala


West Bengal Local News: পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আইএসএফের ডাকে শিয়ালদা (Sealdah) থেকে শুরু হয়েছে নাগরিক সমাজের মিছিল। ২১ জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বিধায়কের পাশাপাশি ১৮ জন ISF কর্মীসমর্থককেও গ্রেফতার করা হয়েছিল। তাঁরই প্রতিবাদে কলকাতায় নাগরিক মিছিলেন ডাক দেয় আইএসএফ। অবিলম্বে নওশাদ সিদ্দিকির মুক্তির দাবি জানিয়ে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে এই নাগরিক মিছিল। অন্যদিকে কলেজ স্কোয়ারে থেকে আরও একটি মিছিলের ডাক দিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। সেই মিছিল থেকে রাজ্য সরকারকে নিশানা করেন মোর্চার সভাপতি চার্লস নন্দী। তিনি বলেন, ‘১১ বছর ধরে রাজ্যে তৃণমূল সরকারের আমলে সংখ্যালঘুদের কোনও উন্নতি হয়নি বরং তাদের উপর অত্যাচার অনেক বেড়েছে। ভারতের মধ্যে এই রাজ্যে সংখ্যালঘুরা সব থেকে গরিব। নওশাদ সিদ্দিকি ও মুসলিম ভাইদের ওপর শনিবার যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

Naushad Siddique: হাতে বিষ ইঞ্জেকশন, ভাইজানের মুক্তির দাবিতে অবস্থানে বশির
প্রথমে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর জন্য এই মুহূর্তে মিছিলেন অনুমতি দেওয়া যাবে না। কিন্তু, আইএসএফের তরফেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে অনুমতি না দিলেও মিছিল হবে। শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিলে আইএসএফ কর্মী সমর্থকরা যোগ দিয়েছেন। তারা বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির পক্ষে সওয়াল করে ক্রমাগত স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের গ্রেফতারির দাবি জানিয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা।

Bhangar ISF TMC Clash: তপ্ত ভাঙড়ে আরাবুলের বাড়ির পিছনে তাজা বোমা, গ্রেফতার ৩
অন্যদিকে মিছিল নিয়ে ধর্মতলা পুলিশি প্রস্তুতি সারা। কলকাতা পুলিশের তরফে রাজপথে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানে প্রিজন ভ্যানেও মজুত রাখা হয়েছে। ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার সেখানে উপস্থিত রয়েছেন। কোনও ধরনের অপ্রীাতিকর ঘটনা যাতে এড়ানো যায়, সেই নিয়ে পুলিশ প্রস্তত রয়েছেন। মিছিল প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বর্ষীয়াণ তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘ISF যা করছে তা অত্যন্ত অন্যায় করছে। তারা সাম্প্রদায়িক বিভেদ বাড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। ইতিমধ্যেই শনিবারের গণ্ডগোলে ১৭ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আইএসএফকে কোনওভাবেই মিছিল করতে দেওয়া উচিত নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *