Mithun Chakraborty : মঞ্চে মিঠুনকে একশো টাকা দিলেন এক বৃদ্ধা – an old woman handed over 100 rupees to mithun chakraborty on nadia bjp public meeting


এই সময়, কৃষ্ণনগর: বিজেপির জনসভায় মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাতে ১০০ টাকা তুলে দিলেন ময়না বিশ্বাস নামে এক বৃদ্ধা। মঙ্গলবার বিকেলে নদিয়ার (Nadia) হাঁসখালি থানার বগুলায় আইটিআই কলেজ মাঠের সভামঞ্চে এমন দৃশ্য দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটকে (Panchayat Elections) সামনে রেখে BJP-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার জনসভায় বক্তব্য পেশ করতে এসেছিলেন অভিনেতা তথা BJP নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

Mithun Chakraborty : ‘আর কত খাবেন…এবার বমি হবে!’ নদিয়া থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মিঠুনের
ভাষণ দেওয়ার সময় ‘মায়ের আশীর্বাদ’ সেই দুটো পঞ্চাশ টাকার নোট পকেট থেকে বের করে দলীয় কর্মী সমর্থকদের দেখান তিনি। সিনেমার ডায়লগের ঢঙেই এদিন মিঠুন বলেন, “লোকসভা বহুদূর, আমরা যদি পঞ্চায়েতে ক্ষমতায় আসি, এই দাদার কথায় বিশ্বাস রাখুন। আপনি তৃণমূল, BJP, CPIM যে দল করুন, যে জাতের হোন, যে ধর্মের হোন, একটা কথা বলতে পারি, সব ক’টা কাঁচা বাড়ি পাকা হবে।” সরকারি প্রকল্পের টাকা পেতে যাতে কাটমানি দিতে না হয় তা নিয়ে কতটা নজরদারি করছেন, সে কথা বলতে গিয়ে নিজেকে ‘যমরাজ’ বলেও উল্লেখ করেন।

Mithun Chakraborty: ‘…পঞ্চায়েতে জিতেই দেখাব’, মঞ্চ থেকে হুংকার মিঠুন চক্রবর্তীর
তিনি বলেন, “আমি যমরাজের মতো বসে থাকব।” তারপরেই অবশ্য রসিকতা করে ‘মহাগুরু‘ বলেন, “আমাকে যমরাজের মতো দেখতে? কি বৌদি, আমাকে যমরাজের মতো দেখতে?” দলীয় একদল কর্মীর অনুরোধে একটি সিনেমার ডায়লগও শোনান। শান্তিপুর থেকে আসা শ্যামল দে নামে এক বয়স্ক ব্যক্তিকে এদিন দেখা যায় একদম মঞ্চের সামনে গিয়ে বার বার মিঠুনের দৃষ্টি আকর্ষণ করে কিছু বলতে। কী বলতে গিয়েছিলেন, জিজ্ঞেস করলে তিনি জানান, মিঠুন আমার ছোটবেলার বন্ধু। যখন শান্তিপুরে থাকত সেই সময়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *