ভাষণ দেওয়ার সময় ‘মায়ের আশীর্বাদ’ সেই দুটো পঞ্চাশ টাকার নোট পকেট থেকে বের করে দলীয় কর্মী সমর্থকদের দেখান তিনি। সিনেমার ডায়লগের ঢঙেই এদিন মিঠুন বলেন, “লোকসভা বহুদূর, আমরা যদি পঞ্চায়েতে ক্ষমতায় আসি, এই দাদার কথায় বিশ্বাস রাখুন। আপনি তৃণমূল, BJP, CPIM যে দল করুন, যে জাতের হোন, যে ধর্মের হোন, একটা কথা বলতে পারি, সব ক’টা কাঁচা বাড়ি পাকা হবে।” সরকারি প্রকল্পের টাকা পেতে যাতে কাটমানি দিতে না হয় তা নিয়ে কতটা নজরদারি করছেন, সে কথা বলতে গিয়ে নিজেকে ‘যমরাজ’ বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি যমরাজের মতো বসে থাকব।” তারপরেই অবশ্য রসিকতা করে ‘মহাগুরু‘ বলেন, “আমাকে যমরাজের মতো দেখতে? কি বৌদি, আমাকে যমরাজের মতো দেখতে?” দলীয় একদল কর্মীর অনুরোধে একটি সিনেমার ডায়লগও শোনান। শান্তিপুর থেকে আসা শ্যামল দে নামে এক বয়স্ক ব্যক্তিকে এদিন দেখা যায় একদম মঞ্চের সামনে গিয়ে বার বার মিঠুনের দৃষ্টি আকর্ষণ করে কিছু বলতে। কী বলতে গিয়েছিলেন, জিজ্ঞেস করলে তিনি জানান, মিঠুন আমার ছোটবেলার বন্ধু। যখন শান্তিপুরে থাকত সেই সময়ের।