Nadia News : শ্রাদ্ধবাড়ির প্যান্ডেলে পড়েছিল খোলা তার! কাছে যেতেই মর্মান্তিক পরিণতি একরত্তির – four year old child lost life after getting electric shock at nadia santipur


West Bengal News : শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেলে পড়েছিল খোলা তার। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক ঘটনা নদিয়ার (Nadia) শান্তিপুরে (Santipur)। মৃত শিশুর নাম রাখি সর্দার (৪)। তড়িতাহত হওয়ার পর ওই শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Bardhaman News : চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার কালনা হাসপাতালে
স্থানীয় সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বানকপাড়ায়। পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে দুদিন বাদেই শ্রাদ্ধানুষ্ঠান ছিল ওই বাড়িতে। আর সেই কারণে বাড়িতে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিল। সন্ধ্যার সময় বাড়ির আত্মীয় এবং প্রতিবেশীদের ছেলে-মেয়েরা একসঙ্গে খেলা করছিল। ইলেকট্রিকের খোলা তারে হঠাৎই তড়িতাহত হয় চার বছরের ওই শিশু কন্যা। একজন প্রতিবেশী বিষয়টি লক্ষ্য করেন। শিশুরা খেলার মাঝে হঠাৎই দেখা দেখা যায় মাটিতে শুয়ে কাতরাচ্ছে রাখি। সকলে মিলে ছুটে এসে শিশুটিকে প্রথমে গরম দুধ খাওয়ানো হয়। এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Domjur Police : রেললাইনের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডোমজুড়ে
পরিবারের এক সদস্য বাপ্পা সর্দার বলেন, “বাড়ির পাশেই শ্রাদ্ধানুষ্ঠানের জন্য প্যান্ডেল করা ছিল। সেখানে বাচ্চারা খেলাধূলা করছিল। সেই সময় একটি বিদ্যুতের তার লেগে বাচ্চাটি তড়িতাহত হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি বাচ্চাটি কাতরাচ্ছে। দশ মিনিটের মধ্যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু দুর্ভাগ্য বাচ্চাটিকে বাঁচাতে পারলাম না।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাখি সর্দারের বাবা প্রশান্ত সর্দার অত্যন্ত অভাবী। সংসারের খরচ যোগাতে তিনি রাজ্যের বাইরে কাজ করেন। রাখির এক দাদা এবং মা রয়েছে। প্রশান্ত সর্দারের প্রতিবেশী এক ভাইয়ের বাড়িতে প্যান্ডেলে এদিন তাঁর কন্যা সহ অন্যান্য বাচ্চারা খেলাধূলা করছিল। তড়িতাহত শিশুটিকে শান্তিপুর হাসপাতালে (Shantipur Hospital) নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক কাজকর্ম করার গাফিলতিতেই এই দুর্ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Nadia News : বাড়িতে প্যারা মেডিক্যাল পড়ুয়াকে কুপিয়ে খুন! নদিয়ায় চাঞ্চল্য
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানাতে (Pingla Police Station) এক যুবকের মৃত্যু হয় তড়িতাহত হয়ে। সাঙ্গার গ্রাম থেকে এক নাবালকের দেহ উদ্ধার হয়। মৃত নাবালকের নাম শিব শঙ্কর সিং। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ডেকরেটার্সের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। গ্রেফতার হন ডেকরেটার্সের মালিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *