Paschim Medinipur : ব্যাঙ্ক থেকে বের হতেই ব্যাগ ছিনতাই! স্থানীয়দের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী, চাঞ্চল্য চন্দ্রকোণায় – one criminal caught by chandrakona locals after snatching bag from a person who coming in bank


West Bengal News : ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঘটনা নজর রাখে দুই দুষ্কৃতী। গ্রাহক ব্যাঙ্ক থেকে বাইরে বের হতেই ছিনতাইয়ের চেষ্টা। তাঁর হাত থেকে ছিনিয়ে নেওয়া হল ব্যাগ। বাইকে করে চম্পট দেওয়াকালীন একজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তবে টাকার ব্যাগ নিয়ে পালতে সক্ষম হয় এক ছিনতাইবাজ। দিনে দুপুরের চাঞ্চল্যলকর ঘটনা পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) জেলার চন্দ্রকোণায় (Chandrakona)। স্থানীয়দের তৎপরতায় ধৃতকে আটক করে নিয়ে যায় পুলিশ। আরেক দুস্কৃতির খোঁজে চন্দ্রকোনা থানার পুলিশ (Chandrakona Police Station) তল্লাশি শুরু করেছে।

Purba Medinipur News : যত কাণ্ড পূর্ব মেদিনীপুরে, মুখে রুমাল-মাথায় হেলমেট! ফিল্মি কায়দায় সমবায়ে ডাকাতি
স্থানীয় সূত্রে খবর, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে এক গ্রাহক টাকা তুলে বেরনোর পর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ব্যাঙ্কের নিচে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালানোর চেষ্টা করে দুই যুবক। বাইক চালক স্থানীয়দের হাতেনাতে ধরা পড়ে গেলেও ব্যাগ নিয়ে চম্পট দেয় অপর যুবক। ঘটনায় উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার (Chandrakona Police Station) পুলিশ। বুধবার দুপুর নাগাদ এমনই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার ঝাঁকরা এলাকায়।

Paschim Medinipur : চাঁদার জুলুমবাজির জেরে আটক ১, প্রতিবাদে অবরোধ চন্দ্রকোণার রাজ্য সড়কে
জানা গিয়েছে, ঝাঁকরা এলাকার স্থানীয় গ্রামীণ বিকাশ কেন্দ্র নামের একটি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন ওই এলাকারই পাণ্ডুয়া গ্রামের বাসিন্দা নেপালচন্দ্র কারক। অভিযোগ, ব্যাঙ্ক থেকে টাকা তুলে ব্যাঙ্কের নীচে থাকা তার বাইকে টাকার ব্যাগটি রেখে দাঁড়িয়ে ছিলেন রাস্তার ধারে। কারণ রাস্তায় যানজট ছিল। আর সেই সময় আচমকাই বাইকে করে দুই যুবক ওই ব্যক্তির বাইকে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে। টাকার ব্যাগ ছাড়িয়ে কিছুটা এগিয়ে গেলেও রাস্তায় যানজটে পড়ে আটকে যায়। ছিনতাইকারী বাইক আরোহী আর তার সঙ্গে থাকা অপরজন টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে ছিনতাইকারী বাইক আরোহীকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানার পুলিশকে (Chandrakona Police Station)।

North Dinajpur News : বাইক নিয়ে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, স্থানীয়দের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী
দু’জনের মধ্যে একজন ছিনতাইবাজকে ধরে স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আটকে রাখে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধৃত ছিনতাইকারীকে উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাঁদের দাবি, টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে না ধরা পর্যন্ত আটক ছিনতাইকারীকে ছাড়া হবে না। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। যদিও পুলিশ স্থানীয়দের আশ্বস্ত করে। ধৃত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আরেক ছিনতাইবাজের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *