Purba Medinipur : নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির, কারণ নিয়ে ধোঁয়াশা – one person lost life for shooting in nandigram


West Bengal News : নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম দিব্যেন্দু মণ্ডল (৪২)। মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে ঠিক কী কারণে তাঁকে গুলি করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নামে এলাকায় অনেক অভিযোগ ছিল। অনেককে চাকরি দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছিলেন বলে জানা গিয়েছে।

Nandigram News : নন্দীগ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ BJP-র দিকে
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিজামতলায়। মৃত দিব্যেন্দু মণ্ডলের বাড়ি নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ডি জামতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

Domjur Police : রেললাইনের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডোমজুড়ে
তবে ঠিক কী কারণে গুলি করা হল দিব্যেন্দু মণ্ডলকে তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তে নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram Police Station)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যাবেলায় দিব্যেন্দু নিজের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। আচমকাই ওই এলাকার বাসিন্দারা রাতে গুলির শব্দ শুনতে পান। তার কিছুক্ষণ পর তাঁরা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দিব্যেন্দুকে পড়ে থাকতে দেখেন।

West Bengal Local News : সাতসকালে কান্দিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
নিহত ব্যক্তির ভাই বলেন, “দাদা আসলে কী কাজ করত, আমরাও জানি না। সাইকেল নিয়ে বাড়িতে ঢুকত আবার বেরিয়ে যেত। পাড়ার লোকের কাছ থেকেই যতটুকু শুনেছি, ওই চাকরি পাইয়ে দিত। ওদের একটা অফিসও রয়েছে। সেখানে গিয়ে বসত।” চাকরি নাম করেই ওই ব্যক্তি প্রচুর টাকা তুলেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও আক্রোশ রাতের অন্ধকারেই কেউ বা কারা তাঁকে গুলি করে পালিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই ব্যক্তির পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *