Rammohan Mela 2023 : খানাকুলে রামমোহন মেলার উদ্বোধনীতে চরম বিশৃঙ্খলা! মঞ্চ ত্যাগ আমন্ত্রিত অতিথিদের – rammohan mela 2023 chaos in inauguration programme at khanakul


Rammohan Mela : হুগলির খানাকুলে রামমোহন রায় নামাঙ্কিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে তুমুল বাগবিতণ্ডা, গালিগালাজ। পণ্ড হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। খানাকুলের (Khanakul) তৃণমূল প্রধান সঞ্জয় দলুইয়ের বিরুদ্ধে অনুষ্ঠানে অভব্যতা করার অভিযোগ। বুধবার রামমোহন মেলা (Rammohan Mela) উদ্বোধন উপলক্ষ্যে আরামবাগের মহকুমা শাসক, হুগলি জেলা সভাধিপতি, বিধায়ক রামেন্দু সিংহ রায়, জয়দেব জানা, বিডিও সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে রামমোহনের আমবাগানে তাঁর মূর্তিতে মাল্যদানের আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। মেলায় হাজির হয়ে প্রধান সঞ্জয় দোলুই জানান, তিনি প্রধান। তাকে বাদ দিয়ে নইমুল হক, মইদুল ইসলামরা মেলা করছে। সেই কারণেই তার প্রতিবাদ। মেলা থেকে মইদুল, নইমুলদের তাড়িয়ে দেওয়া হোক। তাহলেই মেলা হবে। সূত্রের দাবি, সঞ্জয় দোলুইকে আহ্বায়ক না করে রামমোহন গবেষক দেবাশিস শেঠকে আহ্বায়ক করাকে কেন্দ্র করেই এই ঝামেলা। গণ্ডগোল এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছায় যে, পুলিশকে একপ্রকার লাঠি উচিয়ে সঞ্জয় অনুগামীদের ছত্রভঙ্গ করতে হয়।

Ghatal Shishu Mela 2023 : ঘিঞ্জি এলাকায় একাধিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার! চরম অব্যবস্থার চিত্র ঘাটাল শিশু মেলায়
আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০ জনকে আটক করেছে পুলিশ। বঙ্গীয় সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াইজুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, সমস্ত খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জানাবেন। গত বছর মেলাতে এসে শুভাপ্রসন্ন ও তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। সকলেই অনুরোধ করেছিলেন রামমোহন রায়ের নামে খানাকুলে বিশ্ববিদ্যালয় করার জন্য। সেটি না হলেও রামমোহনের জন্মভিটাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এই সমস্ত কাণ্ড করে সব কিছু ভুণ্ডুল করে দেওয়ার চেষ্টা হল।

TMC : তৃণমূলের অঞ্চল কমিটিতে মৃত ব্যক্তির নাম! শোরগোল আরামবাগ জুড়ে
অন্যদিকে, রামমোহন গবেষক দেবাশিস শেঠ বলছেন, “আমি বা মইদুল সাংস্কৃতিক জগতের লোক। সমস্ত গণ্ডগোল হয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে। সবটাই হয়েছে এই মেলার সম্পাদক মেহেবুর রহমান ও মহকুমা শাসকের উপস্থিতিতে। এই বিষয়ে তাঁর কোনও মন্তব্য নেই।” অধ্যাপক মইদুল ইসলাম অবশ্য বলছেন, বেশ কিছু মাতাল মিলে এরকম একটি লজ্জাজনক ঘটনা ঘটাল। প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে শাসকদলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত তাঁরা উপলব্ধি করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত খানাকুল বিডিওর দফতরে মেহেবুর রহমান সহ নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন।

TMC : ক্লান্ত তৃণমূল বিধায়কের পা টিপছেন পঞ্চায়েত সদস্যা! ভাইরাল ছবি ঘিরে হুগলিতে শোরগোল
পুরো ঘটনা নিয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলছেন, “তৃণমূল যে মোদো মাতাল আর মস্তানদের দল তা আজ সারা ভারতবর্ষ দেখবে। ২৫ টাকা পাউচের রাজনীতি করছে তৃণমূল। তৃণমুলের অসভ্যতার কারণে দেশের মানুষের কাছে খানাকুলের মাথা হেঁট হয়ে গেল। কিছু অসভ্য লোকের জন্য রামমোহনের পুণ্যভূমি কলুষিত হল। আসলে এই মেলাটা হয় টাকা ভাগ-বাটোয়ারার জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *