লাখ লাখ টাকা ব্যয়ে বাদাম দিয়ে তৈরি ১৩ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। সাধারণত বাগদেবীর দু’হাত থাকলেও সোনালী সংঘের মাতৃমূর্তির চারহাত রয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, কার্তিক মাস থেকেই শুরু হয়েছিল এই প্রতিমা বানানোর কাজ। মাটি দিয়ে প্রতিমার কাঠামো নির্মাণের পর গোট মূর্তি জুড়ে বসানো হয়েছে বাদাম। এমনকী মূর্তির বিভিন্ন অংশে চিনে বাদামের খোসাও ব্যবহার করা হয়েছে। মূর্তি নির্মাণের কাজে সাহায্য করেছেন অঙ্কন শিক্ষক মৈনাক মন্ডল। বেশ কিছু স্কুল পড়ুয়ারাও প্রতিমা নির্মাণের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সরস্বতী পুজোর কাজে সাহায্য করেছেন বলে জানা গিয়েছে।
মূর্তি নির্মাণকারী শিল্পী কিষাণ দাস বহরা বলেন, ‘এবছর ১৩ ফুট উচ্চতার সরস্বতী পুজে তৈরি করেছি। আষাঢ় মাসে প্রতিমার বায়না দেওয়া হয়েছিল। আগে এত বড় মাতৃমূর্তি তৈরি করিনি। সাত বছর ধরে প্রতিমা বানাচ্ছি। এই প্রতিমা তৈরি করতে আমার ৬০ দিন সময় লেগেছে। এই মূর্তি তৈরি করতে আমি খুবই খুশি কারণ আগে কোনওদিন এতবড় মূর্তি তৈরি করিনি।’ সোনালির সংঘের সদস্য সৌরভ কর বলেন, ‘সোনালি সংঘের সকল সদস্যরা মিলে এবার বাদামের প্রতিমা তৈরি সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকলেই বাদামের প্রতিমা তৈরির কাজে হাত লাগিয়েছি। প্রত্যেক বছরই এলাকার মানুষকে নতুন ধরনের থিম উপহার দেওয়ার চেষ্টা করি আমরা। প্যারিসের আইফেল টাওয়ার, ২৫ ফুট উচ্চতার টোপরও সোনালি সংঘে তৈরি হয়েছে। আমাদের দীর্ঘিদন ধরেই বাদামের ঠাকুর তৈরির ইচ্ছে ছিল। আমরা সেই কাজে সফল হয়েছি। সাঁইথিয়া থেকে বাদাম আনা হয়েছে। এছাড়াও মূর্তিতে ঝিনুক, কড়ি ব্যবহার করা হবে।’