Saraswati Puja 2023 : শতবর্ষে বাংলায় একমাত্র সরস্বতী মন্দির – saraswati idol has been worshipped for hundred years in howrah panchanantala


পার্থ দত্ত, হাওড়া
সারা বাংলাজুড়ে নানা দেবদেবীর মন্দির রয়েছে অসংখ্য। কিন্তু বিদ্যার দেবী সরস্বতীর মন্দির বাংলায় ক’টা আছে? মন্দির বিষয় নিয়ে পড়াশোনা করা মানুষও এর উত্তর খুঁজতে সংশয়ে পড়বেন। এমনই এক মন্দিরে সারা বছর ধরে দেবী সরস্বতী পূজিতা (Saraswati Puja 2023) হচ্ছেন গত একশো বছর ধরে।

সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) ঠিক আগে সেই মন্দির দেখতে হাজির হয়েছিলাম হাওড়ার (Howrah) পঞ্চাননতলার উমেশচন্দ্র দাস লেনে। রাস্তাটা সংকীর্ণ হলেও এর পার্শ্ববর্তী অঞ্চল ঐতিহ্যে ভরপুর। গলির উল্টোদিকেই বিখ্যাত হাওড়া টাউন স্কুল। যার পথচলা শুরু ১৮৯০ সালে। এই গলির ঠিক পাশেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পার্ক। বঙ্কিমচন্দ্র ১৮৭৮ সালে হাওড়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসে ২১২ নম্বর পঞ্চাননতলার বাড়িতে ছিলেন বেশ কয়েক বছর ধরে। রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বহু মনীষী এই বাড়িতেই সাহিত্যসম্রাটের সঙ্গে দেখা করেছিলেন।

১ নম্বর উমেশচন্দ্র দাস লেনের বাড়িটাও একটা জীবন্ত ইতিহাস। ভাঙাচোরা অবস্থায় এক জমিদার বাড়ির অনেকটা অংশ এখনও টিঁকে আছে। আশেপাশে হাইরাইজের গ্রাসে দূর থেকে সরস্বতী মন্দিরের ঝকঝকে পিতলের ত্রিশূলওয়ালা চূড়া এখন আর দেখা যায় না। তবে এখন সেই হলুদ রংয়ের মন্দির ঘিরেই বেশ সাজো-সাজো রব দাস পরিবারে। হাঁস ও বীণা দিয়ে সাজানো হলুদ রংয়ের মন্দির সাজছে আলোয়। শ্বেতপাথরের চার ফুটের দেবী সরস্বতীর গায়ে পড়েছে নতুন রংয়ের পোঁচ।

ঠাকুরদালানে বসে সরস্বতী পুজোর ইতিহাস শোনাচ্ছিলেন দাস পরিবারের সদস্য অমলেন্দু দাস। তাঁর বয়ান, “আমার দাদু রণেশ চন্দ্র ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি কর্মসূত্রে রাজস্থানে ছিলেন। ফেরার সময় জয়পুর থেকে মা সরস্বতীর চার ফুটের এই শ্বেত পাথরের মূর্তি এনেছিলেন। সেই মূর্তি আনার পরে তাঁর বাবা উমেশ চন্দ্রের ইচ্ছেতেই এই মন্দির প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। মূর্তি স্থাপন করা হয় সেই বছরের জুন মাসের স্নানযাত্রার দিনে। সেই হিসেব ধরলে এ বার এই পুজো শতবর্ষের।”

মা সরস্বতীর অধিষ্ঠানে এই পরিবার শিক্ষার চূড়ায় পৌঁছেছিল। রণেশের ভাই সুরেশ ছিলেন ডাক্তার। তাঁর জন্যই এই মন্দিরে এসেছিলেন স্বয়ং বিধানচন্দ্র রায়। বাকি দুই ভাইয়ের একজন বীরেশ ছিলেন নামকরা উকিল। আর খগেশ ওভারসিয়ার। তাঁদের সকলের উদ্যোগেই দেবী সরস্বতীর নিত্যপূজা শুরু হয়। এখনও প্রতিদিন এখানে দু’বেলা পুজো হয়। বৈশাখ মাসে দিনে তিনবার সেবা করা হয় দেবীর।

Saraswati Puja In Kolkata: বিদ্যার চেয়েও পার্থর টাকার ভারে হেলেছে দাঁড়িপাল্লা, সব দেখছেন অর্পিতা! সরস্বতী পুজোর থিম ঘিরে তোলপাড়
অমলেন্দুর দাবি, বাংলায় এমন ঐতিহ্যবাহী ও নিত্যসেবার সরস্বতী মন্দির আর কোথাও নেই। তাঁরা স্রেফ পারিবারিক উদ্যোগেই ধরে রেখেছেন এমন ধারা। যা এ বার শতবর্ষের আলোয় উজ্জ্বল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *