পার্থ সম্পর্কে বিস্ফোরক কুন্তল!
ED সূত্রে খবর, জেরায় কুন্তল ঘোষ জানিয়েছেন , কখনও নাকতলার অফিসে আবার কখনও শপিং মলের রেস্তরাঁয় ডেকে পাঠানো হত তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির হাতে চাকরিপ্রার্থীদের থেকে তোলা অর্থ তুলে দিতে হত।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Teachers Recruitment Case) ED-র হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) । নিউটাউনে (Newtown) তাঁর বিলাসবহুল জোড়া ফ্ল্যাটে ম্যারাথন রাউন্ড তল্লাশির পর তাঁকে পাকড়াও করে ED। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেফতারির পর কুন্তল ঘোষ বলেন, “তাপস মণ্ডলকে ঘুষের টাকা দিইনি বলেই আমার এই অবস্থা।” যে তাপস মণ্ডল তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা বেআইনিভাবে হাতানোর অভিযোগ তুলেছেন, পালটা তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। তাপস মণ্ডল (Tapas Mondal) এবং নীলাদ্রি ঘোষ নামে জনৈক ব্যক্তি তাঁর থেকে টাকা তুলেছে বলে অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। ৫০ হাজার টাকা তাপস মণ্ডলকে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন কুন্তল। তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জোড়া ডায়েরি উদ্ধার করেছে ED । যেখানে সাংকেতিক ভাষায় কিছু নির্দেশিকা রয়েছে। যেগুলি ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এছাড়াও কুন্তল এবং তাপসের মধ্যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চালাচালি হয়েছিল । যেগুলি ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে। সেগুলিও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তার মধ্যেই কুন্তলের বেডরুমের মধ্যে একটি ড্রয়ার থেকে পলিথিনে মোড়া তিনটি পেনড্রাইভ উদ্ধার হয়েছে। লুকিয়ে রাখা এই পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। ED-র প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই তিনটি পেনড্রাইভে একাধিক ফোল্ডার রয়েছে ।