বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমকল (Domkal) থানার ভগিরথপুর মাঠ এলাকায়। ঘটনার পর গুরুতর জখম আইনজীবীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Specialty Hospital)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনের নামে মারধরের অভিযোগ এনেছেন ওই আইনজীবী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর কোর্টের (Berhampore Court) আইনজীবীদের মধ্যে।
সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই মহম্মদ আজিজ ডোমকল থানার (Domkal Police Station) একটি কেসের জন্য লড়াই করছেন। বুধবার এই কেসের জন্য তিনি আটজনকে জামিনে মুক্ত করেন। তারপরেই ক্ষোভের সৃষ্টি হয় আর এক পক্ষের। বুধবার গভীর রাতে তিনি বহরমপুর কোর্ট থেকে হরিহরপাড়া হয়ে ডোমকলের (Domkal) সেখালিপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ঠিক তার আগে ভগিরথপুর মাঠ এলাকায় দুই বাইকে চারজন উপস্থিত হয়। তারপর ওই আইনজীবীকে বাইক থেকে ফেলে দিয়ে বেধড়ক মারধর শুরু করে। বেশ কিছুক্ষণ মারধর করার পরে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত চার জন। ঘটনার পর আহত আইনজীবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Specialty Hospital)। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়।
এই ঘটনা নিয়ে আহত আইনজীবী মহম্মদ আজিজ বলেছেন, “ডোমকল থানায় একটি কেস হয়েছিল। সেই কেসে অভিযুক্তদের আমিই জামিন করাই। তারপর সেই কেসের যারা বাদী তাঁরা আমায় হুমকি দেয়। বলে অভিযুক্তদের জামিন করিয়ে আমি ভালো কাজ করিনি। বুধবার রাতে যখন আমি আদালত থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন ওরা আমার উপর চড়াও হয়। আমায় মারধর করে। আমি দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি। তাই থানায় অভিযোগ দায়ের করেছি।” এই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে উক্ত আইনজীবী মহম্মদ আজিজ।