Panchayat Elections : সাগরদিঘিতে কি ‘হাত’ ধরে লড়াই, ইঙ্গিত সিপিএমের – cpim wants to merge with congress in upcoming sagardighi election


প্রসেনজিৎ বেরা
২০২১-এর বিধানসভা নির্বাচনের দেড় বছর পর ফের কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। আসন্ন সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের নীতিগত সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী। গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র কংগ্রেসকে ছেড়েছিল সিপিএম। যদিও বাম-কংগ্রেস জোটকে টেক্কা দিয়ে বিজেপি প্রার্থী মাফুজা খাতুন দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। কংগ্রেস প্রার্থী শেখ হাসানুজ্জমান তৃতীয় স্থানে চলে গিয়েছিলেন। তৃণমূলের সুব্রত সাহা নির্বাচিত হন। তাঁর প্রয়াণের কারণেই উপনির্বাচন হচ্ছে। তৃণমূল ইতিমধ্যেই স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে বুধবার সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

Sagardighi TMC Candidate : ২০১৬-য় নির্দল প্রার্থী থেকে ২০২৩-এ তৃণমূলে বিধানসভার টিকিট, কোন জাদুবলে মমতার ‘আশিস’ পেলেন দেবাশিস?
তবে ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী থাকবে নাকি এ বার সিপিএম প্রার্থী দেবে, তা জেলাস্তরে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষপাতী আলিমুদ্দিন স্ট্রিট। কংগ্রেস যদি সাগরদিঘি ছাড়তে রাজি না হয় তা হলে সিপিএম নেতৃত্ব খুব বেশি দর কষাকষিতে না-ও যেতে পারেন। কারণ সিপিএম চাইছে কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপিকে ওই কেন্দ্রে পিছনে ঠেলে তৃণমূলের বিরুদ্ধে জোরালো লড়াইয়ের জায়গায় পৌঁছতে। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত সাগরদিঘিতে সিপিএমের প্রার্থীই জিতেছেন, যদিও জঙ্গিপুর লোকসভার নির্বাচনে কখনও কখনও কংগ্রেস ওই বিধানসভা কেন্দ্রে কমবেশি লিড নিয়েছে।

Anganwadi Recruitment : সাগরদিঘিতে উপ নির্বাচন, স্থগিত অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষা
জনবিন্যাসে মুর্শিদাবাদ জেলার এই বিধানসভা কেন্দ্রে অ-সংখ্যালঘু ভোটার বেশি। দেড় বছর আগে বিজেপি প্রার্থীর এখানে দ্বিতীয় স্থানে উঠে আসার নেপথ্যে এই সমীকরণ কাজ করেছিল বলে গেরুয়া শিবিরেরও বিশ্লেষণ। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে পুর-নির্বাচন বা উপনির্বাচনগুলিতে বিজেপির ভোট শতাংশ ধারাবাহিক ভাবে কমেছে। এই পটভূমিতে ফের জোটের পথে ফিরে সাগরদিঘিতে গেরুয়া শিবিরকে তিন নম্বরে পাঠাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট।

Mahua Moitra: মহুয়ার গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে হারানোর শপথ নাড্ডার, অনতিদূরেই ক্যারামে বিন্দাস মজে নেত্রী
২০২১-এর বিধানসভা নির্বাচনে পুরনো দুর্গ মুর্শিদাবাদে কংগ্রেস মুছে গেলেও কয়েক মাস পরে সামশেরগঞ্জের নির্বাচনে কংগ্রেস প্রায় ৪০ শতাংশ ভোট পায়। তাই সিপিএম নেতৃত্বের পর্যবেক্ষণ, বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপিকে ঠেকাতে সংখ্যালঘু ভোটের যে সম্পূর্ণ মেরুকরণ তৃণমূলের পক্ষে হয়েছিল সেই বাধ্যবাধকতা এখন সংখ্যালঘুদের মধ্যে নেই। তাই সাগরদিঘিতে জোটের সমীকরণ ঠিক থাকলে হারানো সমর্থন পুনরুদ্ধারও হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *