Republic Day At Red Road : হুডখোলা গাড়িতে রাজ্যপাল-পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান – mamata banerjee and west bengal governor c v ananda bose participate in republic day parade at kolkata red road


কলকাতার রেড রোডে শুরু সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান (Republic Day At Red Road)। বৃহস্পতিবার সকাল ১০টার পর রেড রোডে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ সেখানে হুডখোলা গাড়িতে এসে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor C V Ananda Bose)। সাড়ে ১০টা নাগাদ পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। এরপর সমবেত জাতীয় সংগীতের (National Anthem) মাধ্যমে শুরু হয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। দিল্লির রাজপথের অনুষ্ঠানের ধাঁচে বাংলাতেও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজ এবং ট্যাবলোর প্রদর্শনী চলবে। কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক বাহিনীর কুচকাওয়াজ দেখতে পাওয়া যাবে রেড রোডে। তেরঙা পতাকায় সাজিয়ে তোলা হয়েছে গোটা রেড রোড (Red Road) চত্বর। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। দেড় ঘণ্টা ধরে চলবে কুচকাওয়াজ (Republic Day Parade)। অংশ নেবে ১৭ টি স্কুলের পড়ুয়ারা।

Modi on Republic Day 2023: ‘একজোট হন’, সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে কী বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর?
যান নিয়ন্ত্রণ (Kolkata Traffic Update)

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একাধিক রুটে পরিবর্তন এনেছে লালবাজার। বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে শহরের একাধিক জায়গায় যান চলাচল বন্ধ থাকবে। বুধবারও রাত থেকেই ময়দানের কাছে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে কোন রুটে কতক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড (উত্তর ও দক্ষিণমুখী), ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে হসপিটাল রোড (উত্তরমুখী), খিদিরপুর রোড (উত্তরমুখী), ডাফরিন রোড, কুইনস ওয়ে, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, মেয়ো রোড, (পশ্চিমমুখী), মেয়ো রোড (পূর্বমুখী), এবং আর অ্যাভিনিউ (পশ্চিমমুখী)। বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে আর আর অ্যাভিনিউ, জেএল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, জেএল নেহরু রোড, এজেসি বোস রোড, জর্জেস গেট রোড, ক্যাথিড্রাল রোড, জেএল নেহরু রোড, এজেস রাম্প, অকল্যান্ড রোড, গভমেন্ট প্লেস ইস্ট, বেন্টিঙ্ক স্ট্রিট রোড।

অন্যদিকে, দিল্লির কর্তব্য পথে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ৭৪তম সাধারণতন্ত্র দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) অভিবাদন জানায় সেনাবিহানী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *