যান নিয়ন্ত্রণ (Kolkata Traffic Update)
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একাধিক রুটে পরিবর্তন এনেছে লালবাজার। বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে শহরের একাধিক জায়গায় যান চলাচল বন্ধ থাকবে। বুধবারও রাত থেকেই ময়দানের কাছে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে কোন রুটে কতক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড (উত্তর ও দক্ষিণমুখী), ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে হসপিটাল রোড (উত্তরমুখী), খিদিরপুর রোড (উত্তরমুখী), ডাফরিন রোড, কুইনস ওয়ে, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, মেয়ো রোড, (পশ্চিমমুখী), মেয়ো রোড (পূর্বমুখী), এবং আর অ্যাভিনিউ (পশ্চিমমুখী)। বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে আর আর অ্যাভিনিউ, জেএল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, জেএল নেহরু রোড, এজেসি বোস রোড, জর্জেস গেট রোড, ক্যাথিড্রাল রোড, জেএল নেহরু রোড, এজেস রাম্প, অকল্যান্ড রোড, গভমেন্ট প্লেস ইস্ট, বেন্টিঙ্ক স্ট্রিট রোড।
অন্যদিকে, দিল্লির কর্তব্য পথে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ৭৪তম সাধারণতন্ত্র দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) অভিবাদন জানায় সেনাবিহানী।