Saraswati Puja 2023 : চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে সরস্বতী পুজোও – saraswati puja is also held on movement stage of job seekers in dharmatala


এই সময়: আজ, বৃহস্পতিবার সরস্বতী পুজো (Saraswati Puja 2023) ও প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023) একসঙ্গে পড়েছে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের জন্য ধর্মতলায় গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলনরত দশটি চাকরিপ্রার্থীদের সংগঠনকে পুলিশ অবস্থান-ধর্নায় বসতে নিষেধ করেছে। এই পরিস্থিতিতে ‘বঞ্চিত’ নবম-দ্বাদশের হবু শিক্ষকরা (বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ) তিথি অনুযায়ী পুজোর সময় সূচির একদিন আগেই বুধবার ধর্না মঞ্চে প্রতীকি সরস্বতী পুজো পালন করে। বিদ্যার দেবীর কাছে তাঁদের একান্ত প্রার্থনা, এ বার আমাদের বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করো মা।

Basant Panchami 2023: বিয়ের জন্য দারুণ শুভ বসন্ত পঞ্চমী, এদিন কারা বিয়ে করতে পারেন জেনে নিন
চাকরিপ্রার্থী অভিষেক সেনের কথায়, “আজ আমাদের ধর্নামঞ্চে থাকার কথাই ছিল না। থাকতে হলো, কারণ স্কুল শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশনের সীমাহীন দুর্নীতি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে এখন স্কুলে পড়াচ্ছে। আর আমরা প্রকৃত, যোগ্য এবং মেধা প্যানেলের মাধ্যমে নিয়োগপত্র পাওয়ার কথা থাকলেও এখন মাঠ-ময়দানে নিয়োগের দাবিতে আন্দোলন বসে আছি।” আন্দোলনরত হবু শিক্ষিকা মাম্পি দাসের ৬ বছরের কন্যা সুরঞ্জয়ী দাসকে এদিন প্রতীকি সরস্বতী সাজানো হয়েছিল। মাম্পির আর্জি, “মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে এই জীবনযন্ত্রণা থেকে আমাদের দ্রুত মুক্তি দিন।”

Basant Panchami 2023: সরস্বতী পুজোর দিন ভুলেও এই কাজগুলো করতে নেই, না হলেই বিপদ
এই ধর্না-অবস্থান তিন দফায় এদিন ৬৮২ দিন পেরলো। আন্দোলনকারী শহীদুল্লার দাবি, “বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসসরস্বতী পুজো (Saraswati Puja 2023) এক সাথে পড়েছে। পুলিশের আপত্তি না-থাকলে অতীতে ঈদ, দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর মতোকাল মঞ্চেই আমাদের সরস্বতী পুজো করার কথা ছিল। সরস্বতী পুজো মিটলেই যোগ্যদের নিয়োগের দাবিতে আমরা ফের এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *