Saraswati Puja 2023 : পুরোহিতের বেশে ছোট মেয়ের হাতেখড়ি! সরস্বতীয় পুজোয় ‘রাজনীতিবিদ’-কে হারিয়ে জয়ী ‘বাবা’ সুকান্ত – bjp leader sukanta majumder worship devi saraswati and gives his daughter hate khari in balurghat


West Bengal News: সরস্বতীর পুজোর এই বিশেষ দিনে বাগদেবীর আরধানায় মগ্ন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিজেপির তাবড় নেতা হলেও এদিন ক্যামেরার সামনে ধরা পড়ল এক অন্য সুকান্ত। বৃহস্পতিবার সকালে বালুরঘাট শহরের খাদিমপুরে নিজ বাসভবনে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে নিয়ে দেবী সরস্বতীকে পুজোর (Saraswati Pujo) করলেন বিজেপির রাজ্য সভাপতি। পুজো করবার পাশাপাশি নিজের ছোটো মেয়েকে হাতেখড়ি দেওয়ানোর গুরুদায়িত্ব পড়েছিল সুকান্তবাবুর কাঁধে। বাবার সেই দায়িত্বও নির্দিধায় পালন করেন সুকান্তবাবু। বিজেপি নেতার বাড়িতে সরস্বতী পুজোর এই বিশেষ দিনে প্রতিবেশী সহ সাধারণ মানুষের ভিড় ছিল যথেষ্ট। শুধুমাত্র রাজনীতির আঙিনাই নয় ধর্মে ও কর্মে ইনি অনেকটাই যে পারদর্শী এই দিনের পুজো করতে বসে সাধারণ মানুষদের আরো একবার প্রমাণ করেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাড়ির পুজো সেরে দলীয় একাধিক কর্মসূচি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর।

Basant Panchami 2023: সরস্বতী পুজোয় কেন দেওয়া হয় হাতেখড়ি? জেনে নিন আজই
তিনি ৩৬৫ দিনের রাজনীতিবিদ। তাই সরস্বতী পুজোর এই বিশেষ দিনেও রাজনীতি বাদ যাবে এমটা তো হয় না। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে নাম না করে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করেন সুকান্ত। তবে ব্যস্ত স্বামীকে কাছে পেয়ে খুশি বিজেপি সাংসদের স্ত্রী। তিনি জানালেন তাদের জেষ্ঠ কন্যা সন্তানের হাতেখড়িও সুকান্ত নিজে হাতে করিয়েছেন।

Dilip Ghosh : ‘ভুল শিক্ষকের কাছে ভুলটাই শিখবেন!’ রাজ্যপাল ‘হাতেখড়ি’ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ দিলীপের
স্বামী রাজ্যের অন্যতম ব্যস্ত রাজনীতিবিদ। প্রত্যেকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান না। এহেন হেভিওয়েট রাজনীতিবিদের স্ত্রী কোয়েল মজুমদারও সরস্বতীর পুজোর দিন স্বামীকে কাছে পেয়ে অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘উনি সবসময় সময় দিতে পারেন না। আমি ওনাকে আগে থেকেই বলে রেখেছিলাম, বড় মেয়ের হাতেখড়ি তোমার হাতেই হয়েছে। ছোট মেয়ের হাতেখড়িও তোমাকে দিতে হবে। তাই কষ্ট করে একটু সময় বের করতে বলেছিলাম। উনি কথা রেখেছেন মেয়েদের কারণে। আমি খুব খুশি। আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করুন সে যেন ভাল মানুষ হতে পারে।’

Saraswati Puja 2023: পুরোহিত না পেলে ঘরে নিজেই করুন সরস্বতী পুজো, জেনে নিন পুজোর পদ্ধতি
পরিবারের সঙ্গে সরস্বতীপুজো কাটিয়ে দৃশ্যতই খুশি বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘মায়ের কাছে বলব মা সকলে বিদ্যাবুদ্ধি দিন। যাঁদের দুর্বুদ্ধি হয়েছে তাদের সুবুদ্ধি দিন মা। যেসব ছেলেমেয়েরা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি না পেয়ে রাস্তায় বসে রয়েছেন, সরস্বতী মায়ের কাছে তাদের জন্যও আশীর্বাদ চেয়েছি। আমি প্রত্যেক বছরই নিজে সরস্বতী পুজোর করার চেষ্টা করি। আজ মেয়ের হাতেখড়ি ছিল, সেই কারণে এই দিনটি বিশেষ। আজকে বাড়িতে বেশিরভাগ সময় দেব। কয়েকটি স্কুলে আমন্ত্রণ রয়েছে, সেখান গিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলব। রাজনীতির লোকদের কোনও ছুটি নেই। ৩৬৫ দিন আমরা মানুষের কাজ করি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *