Saraswati Puja 2023 : বিক্রি না হওয়ায় রাগে-দুঃখে সরস্বতীর মূর্তি ভাঙলেন শিল্পীরা! হলদিয়ার ঘটনায় চর্চা – saraswati idol broken in purba medinipur haldia township area by idol artists


West Bengal Local News: সরস্বতী পুজোয় প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। বেশিরভাগ গৃহস্থ্য বাড়িতে সরস্বতী পুজো ইতিমধ্যেই শেষ। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যেই জোরকদমে পুজো শুরু হয়েছে। এরমধ্যেই পূর্ব মেদিনীপুরে ধরা পড়ল বিষাদের ছবি। শিল্প শহর হলদিয়ার টাউনশিপে চোখে পড়ছেন কতিপয় মানুষের অসহায়তার ছবি। বিক্রি হয়নি সরস্বতী প্রতিমা,পুজো শেষ হওয়ার আগে একাধিক প্রতিমা ভেঙে ফেললেন প্রতিমা শিল্পীরা। সরস্বতী পুজোর কথা মাথায় রেখে বেশ কয়েকজন প্রতিমা তৈরি করেছিলেন। সেই প্রতিমাগুলির মধ্যে বেশকিছু প্রতিমা বিক্রি না হওয়ায় সেগুলিকে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। প্রতিমা বিক্রি না হওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন প্রতিমা শিল্পীরা। এমনকী বিরক্তির কারণে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেননি তারা।

Saraswati Puja 2023 : চার হাতের দেবীমূর্তি! চিনা বাদামের ১৩ ফুটের সরস্বতী প্রতিমা এবার বীরভূমের ক্লাবে
এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছতে দেখা গেল কোনও সরস্বতী মাথা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে, কোনও কোনও দেবীমূর্তিকে আবার সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। হলদিয়া টাউনশিপের স্থানীয় বাসিন্দারও এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন। প্রতিমা শিল্পীদের দুর্দাশার কথা ভেবে অনেকে গলায় আওয়াজ বন্ধ হয়ে আসছে।

Saraswati Puja In Kolkata: বিদ্যার চেয়েও পার্থর টাকার ভারে হেলেছে দাঁড়িপাল্লা, সব দেখছেন অর্পিতা! সরস্বতী পুজোর থিম ঘিরে তোলপাড়
অরুণ বেরা নামের এক স্থানীয় প্রতিমা শিল্পীকে প্রশ্ন করা হয়েছিল দেবীমূর্তি না হওয়ার কারণে অনেকে যে ভেঙে ফেলছেন তাঁরা কী ঠিক কাজ করছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সরস্বতী পুজোর শেষ হওয়ার আগে যাঁরা প্রতিমা ভেঙেছে তাঁরা মোটেও ঠিক কাজ করেননি। এটা খুবই খারাপ কাজ করেছেন ওনারা। আমিও ছোটো খাটো শিল্পী। শিল্পী হিসেবে আমার মোটেও এই কাজ ভালো লাগেনি। যাঁরা এই কাজ করছেন ভীষণ অন্যায়, নোংরা কাজ করছেন। এমন কাজ না করাটাই উচিত ছিল। আমি এই বছর বেশ কিছু প্রতিমা তৈরি করেছিলাম। সেইগুলি সব বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু, বিক্রি না হলে আমি কখনও এই কাজ করতাম না।’

Saraswati Puja 2023 : পুরোহিতের বেশে ছোট মেয়ের হাতেখড়ি! সরস্বতীয় পুজোয় ‘রাজনীতিবিদ’-কে হারিয়ে জয়ী ‘বাবা’ সুকান্ত
স্থানীয় বাসিন্দা অভিজিৎ শীল ঘটনার কথা শুনে চমকে গিয়েছেন। তিনি বলেন, ‘সরস্বতী আমাদের বিদ্যাবুদ্ধির দেবী। তাঁর পুজোর জন্য তৈরি মূর্তি না বিক্রি হতে পারে। তাই বলে সেই মূর্তিগুলিকে এই ভাবে ভেঙে ফেলা হবে! এই কাজের কোনও মানেই হয় না। এই কাজ মোটেও সমর্থন যোগ্য নয়। তাদের ব্যবসায় লোকসান হয়েছে ঠিকই, তাই বলে এই কাজ কোনওভাবেই করা যায় না। খুবই অনুচিত কাজ হয়েছে এটা। আমি এই কাজের নিন্দা করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *