বাবুপাড়ার এই সরস্বতী পুজো মণ্ডপে গেলেই দেখা যাবে মালদা টাউন স্টেশনে জাতীয় পতাকার তলায় বন্দে ভারত ট্রেনে সওয়ার সরস্বতী দেবী। ওই কাল্পনিক চিত্রে বন্দে ভারত ট্রেনে ফ্ল্যাগ অফ করছেন মহিলা রেলকর্মী। মহিলা রেলকর্মীর ফ্ল্যাগ অফের দৃশ্য তুলে ধরে সমাজে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে পুজো উদ্যোক্তারা। এই বিষয়ে ওই পুজোর উদ্যোক্তা রাহুল মানী বলেন, “আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোয় বিভিন্ন থিম তুলে ধরি। বন্দে ভারত ট্রেনটি এখন খুব জনপ্রিয়, তাই এই থিমের করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে”। তিনি আরও বলেন, “বন্দে ভারত ট্রেন কে নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনা রয়েছে। অন্য জায়গার বাসিন্দাদের মতো হিলির (Hili) বাসিন্দাদেরও খুব ইচ্ছে ট্রেনটিকে কাছ থেকে একবার দেখার, এবং চড়ার।
কিন্তু বন্দে ভারত তো হিলি স্টেশনে দাঁড়ায় না। তাই হিলি এলাকার বাসিন্দাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কাছ থেকে দেখার ইচ্ছা পূরণ করতেই সরস্বতী পুজোর থিম হিসাবে বন্দে ভারত কেই বেছে নেওয়া হয়েছে। এমন থিম ভাবনাই দর্শনার্থীদের আকর্ষণ করছে”। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই কোথাও প্রশংসা তো কোথাও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। দেশজুড়ে বির্তকের সঙ্গে পাল্লা দিয়ে এই ট্রেন নিয়ে চর্চার কোনও বিরাম নেই৷ সেক্ষেত্রে সরস্বতী পুজোর মতন এক শুভ অনুষ্ঠানে এই দ্রুতগতির ট্রেন নিয়ে থিম বানিয়ে, ট্রেনটি সম্পর্কে মানুষের কাছে এক সামাজিক বার্তাই দিতে চাইছেন এই পুজোর উদ্যোক্তারা।