এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছতে দেখা গেল কোনও সরস্বতী মাথা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে, কোনও কোনও দেবীমূর্তিকে আবার সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। হলদিয়া টাউনশিপের স্থানীয় বাসিন্দারও এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন। প্রতিমা শিল্পীদের দুর্দাশার কথা ভেবে অনেকে গলায় আওয়াজ বন্ধ হয়ে আসছে।
অরুণ বেরা নামের এক স্থানীয় প্রতিমা শিল্পীকে প্রশ্ন করা হয়েছিল দেবীমূর্তি না হওয়ার কারণে অনেকে যে ভেঙে ফেলছেন তাঁরা কী ঠিক কাজ করছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সরস্বতী পুজোর শেষ হওয়ার আগে যাঁরা প্রতিমা ভেঙেছে তাঁরা মোটেও ঠিক কাজ করেননি। এটা খুবই খারাপ কাজ করেছেন ওনারা। আমিও ছোটো খাটো শিল্পী। শিল্পী হিসেবে আমার মোটেও এই কাজ ভালো লাগেনি। যাঁরা এই কাজ করছেন ভীষণ অন্যায়, নোংরা কাজ করছেন। এমন কাজ না করাটাই উচিত ছিল। আমি এই বছর বেশ কিছু প্রতিমা তৈরি করেছিলাম। সেইগুলি সব বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু, বিক্রি না হলে আমি কখনও এই কাজ করতাম না।’
স্থানীয় বাসিন্দা অভিজিৎ শীল ঘটনার কথা শুনে চমকে গিয়েছেন। তিনি বলেন, ‘সরস্বতী আমাদের বিদ্যাবুদ্ধির দেবী। তাঁর পুজোর জন্য তৈরি মূর্তি না বিক্রি হতে পারে। তাই বলে সেই মূর্তিগুলিকে এই ভাবে ভেঙে ফেলা হবে! এই কাজের কোনও মানেই হয় না। এই কাজ মোটেও সমর্থন যোগ্য নয়। তাদের ব্যবসায় লোকসান হয়েছে ঠিকই, তাই বলে এই কাজ কোনওভাবেই করা যায় না। খুবই অনুচিত কাজ হয়েছে এটা। আমি এই কাজের নিন্দা করছি।’