সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভাণ্ডার। তাই সুন্দরবন বাঁচলে গোটা পৃথিবী রক্ষা পাবে এমনটাই মনে করেন আয়ারল্যান্ডের এই মহিলা। তাই তিনি ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সবুজ বাহিনীর মহিলাদের সঙ্গে দেখা করার জন্য। ঝড়খালি এলাকার সবুজ বাহিনীর মহিলারা দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন প্রান্তের নদী বাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করে চলেছেন। সুন্দরবনের রক্ষার্থেই সবুজ বাহিনীর এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এদিন সবুজ বাহিনী মহিলাদের সঙ্গে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ দেখেন সিনেট।
গ্রামে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাঁকে নিজে হাতে ম্যানগ্রোভ রোপণ করতেও দেখা গিয়েছে। গ্রামের মহিলাদের হাতের রান্না খেয়ে খুব খুশি হয়েছেন সিনেট। মহিলাদের বিভিন্ন সমস্যার কথাও তিনি জেনেছেন। বিশেষ করে ব্যাঘ্র বিধবা মহিলাদের কথা তার মনে দাগ কেটে গেছে। তিনি খুব ব্যথিত হয়েছে সুন্দরবনের মানুষের জীবন জীবিকার কথা শুনে। সুন্দরবনের সবুজ বাহিনীর মহিলারা তাঁকে একটি টিশার্ট উপহার দিয়েছেন। তাতে লেখা রয়েছে ‘সেভ সুন্দরবন সেভ ম্যানগ্রোভ।’ আগামীদিনেও সুন্দরবনের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিনেট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র নিজেদের কথা ভাবলেই হবে না পরিবেশের কথাও ভাবতে হবে। পরিবেশকে বাঁচাতে হবে। সেই কারণেই আমি এখানে এসেছি। সুন্দরবনের ম্যানগ্রোভ দীর্ঘদিন ধরে প্রকৃতিকে রক্ষা করছে। আমি এখানকার মানুষের পাশে থাকার চেষ্টা করব। প্রয়োজনে আবার এখানে আসব।’