WB Governor Hatey Khori Update: হাতেখড়ির পর রাজ্যপালের গলায় ‘জয় বাংলা’, শুরু তরজা – west bengal governor c v ananda bose chanted joy bangla makes controversy


মুখ্যমন্ত্রীর সামনেই এবার খোদ রাজ্যপালের মুখে শোনা গেল ‘জয় বাংলা’ ধ্বনি। বৃহস্পতিবার রাজভবনে সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) আয়োজন করা হয়। সেখানে বাংলা ভাষায় ‘হাতেখড়ি’ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor C V Ananda Bose)। পরে নিজেকে বাংলার ‘দত্তকপুত্র’ বলে উল্লেখ করেন তিনি। ‘হাতে খড়ি’-র পর রাজভবনের সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, “আমি বাংলাকে ভালোবাসি। আমি বাংলা ভাষা শিখব। নেতাজি সুভাষ চন্দ্র বোস (Netaji Subhas Chandra Bose) মহানায়ক, অমর নায়ক। জয় বাংলা। জয় হিন্দ।” এদিনের পুজো উপলক্ষ্যে রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘হাতে খড়ি’-র পর রাজ্যপালকে ‘বর্ণপরিচয়’ উপহার দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজভবনের পুজোর অনুষ্ঠানে ছিলেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে বিনোদন জগতের কলাকুশলীরা।

West Bengal Governor Hatey Khori : বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, ঝরঝরে মালয়ালম বলে চমকে দিলেন মমতা
‘হাতেখড়ি’-র পর মুখ্যমন্ত্রীর সামনেই রাজ্যপাল ‘জয় বাংলা’ ধ্বনি দেওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত কয়েক বছর ধরেই ‘জয় বাংলা’-কে রাজনৈতিক স্লোগানের মতো করে ব্যবহার করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। সেই ধ্বনি কেন হঠাৎ শোনা গেল রাজ্যপালের গলায়? যদিও এই বিতর্ককে আমল দিতে নারাজ পদ্ম শিবিরের একাংশ। দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার কথায়, “জয় বাংলা কোনও রাজনৈতিক স্লোগান নয়। যে কেউ এই ধ্বনি দিতে পারেন।” উল্লেখ্য, ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানের বহুল ব্যবহার দেখা গিয়েছিল। রাজ্যের শাসক দল এই স্লোগান ব্যবহার করায় এই নিয়ে আর আগে তৃণমূলের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে BJP-কে।

Sourav Ganguly : ‘মন খারাপ…’, সরস্বতী পুজোয় কন্যা সানাকে মিস করছেন সৌরভ
এদিন রাজভবনের অনুষ্ঠানে ডক্টরেট উপাধি পাওয়া রাজ্যপালের হাতে খড়ি দেন এক নাবালিকা। স্লেট পেন্সিল নিয়ে রাজ্যপালকে ‘অ আ ক খ’ লেখা শেখায় সে। Mother শব্দের অর্থ মা ও Earth শব্দের অর্থ ভূমি – এটাও এদিনই শিখে নেন রাজ্যপাল। বাংলা ভাষা শিক্ষার সূচনা করে প্রথম শিক্ষাগুরুর হাতে গুরুদক্ষিণা তুলে দেন সি ভি আনন্দ বোস। এদিন তাঁর হাতেখড়ি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে। অনুষ্ঠান মঞ্চ থেকে মালয়ালম বলে সবাইকে চমকে দেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee : সরস্বতী পুজোয় নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী, পৌঁছে গেলেন নিজের কলেজে
এদিন রাজ্যপালের বাংলা ভাষা শেখার ইচ্ছাকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে এদিনের অনুষ্ঠানে ছিলেন না তিন। রাজ্যপালের হাতেখড়ির এই অনুষ্ঠানকে রাজ্য সরকার রাজনৈতিকভাবে অপব্যহার করছে বলে অভিযোগও করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *