Bhangar ISF-TMC Clash : হাতিশালার সংঘর্ষে গ্রেফতার আরও ৪ ISF কর্মী, এলাকায় রাতভর তল্লাশি পুলিশের – four isf supporter arrested in dakshin 24 pargana bhangar by kolkata leather complex police station


West Bengal Local News: ISF-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ভাঙড় কাণ্ডে সক্রিয় পুলিশ। সংঘর্ষের ঘটনায় চার আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) লেদার কমপ্লেক্স থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সারারাত ভাঙড়ের (Bhangar) কাশীপুর এলাকায় তল্লাশি চালয়া লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তল্লাশি অভিযান চলকালীন এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড়ের হাতিশালায় ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তৃণমূল-আইএএফ সংঘর্ষ বেশ কিছু পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছিল। সংবাদমাধ্যম, সোশাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগেই ৪৭ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। এই গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। নতুন করে ধৃত ৪ জনকে শুক্রবারই আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ।

Bhangar TMC-ISF Clash : নওশাদের পর ভাঙর থেকে গ্রেফতার ISF নেতা, এলাকায় চাঞ্চল্য
ভাঙড় রাজ্য রাজনীতির এখন অন্যতম জ্বলন্ত ইস্যু। ২১ জানুয়ারি হাতিশালায় সংঘর্ষের পর কলকাতার ধর্মতলা মোড় অবরোধ করে আইএসএফ। সেখান থেকে আইএসফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পাশাপাশি ১৮ জন কর্মী সমর্থককেও গ্রেফতার করা হয়েছে। আইএসএফ বিধায়ককে ১ ফেব্রুয়ারি অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ছে আদালত।

Bhangar ISF TMC Clash: তপ্ত ভাঙড়ে আরাবুলের বাড়ির পিছনে তাজা বোমা, গ্রেফতার ৩
অন্যদিকে নওশাদের মুক্তির দাবিতে বুধবার কলকাতায় নাগরিক মিছিলের ডাক দিয়েছিল আইএসএফ। প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর কথা বলে পুলিশ মিছিলের অনুমতি না দিলেও এক প্রকার জোর করে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি মিছিল করেন আইএসএফ কর্মী সমর্থকরা। মিছিল শুরু হওয়ার পর তা আর আটকায়নি পুলিশ। অন্যদিকে নওশাদের গ্রেফতারির নিন্দা করেছে কংগ্রেস-সিপিএম। এমনকী সকলকে অবাক করে দিয়ে আইএসএফ বিধায়কের গ্রেফতারির নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ISF Procession : নওশাদের গ্রেফতারির প্রতিবাদ! মিছিল নাগরিক মঞ্চের, শুরুতেই পুলিশের সঙ্গে বচসা ISF সমর্থকদের
অন্যদিকে বৃহস্পতিবার ভাঙড়ে শান্তি মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। পুলিশ অনুমতি না দিলেও মিছিলের সিদ্ধান্তে অনড় ছিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। পরবর্তীকালে দলীয় শীর্ষনেতৃত্বের নির্দেশে মিছিলের রাস্তা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন আরাবুল। তিনি জানান, আগামীদিনে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতেই ভাঙড়ে শান্তি মিছিল হবে। সব মিলিয়ে হাতিশালার সংঘর্ষের এক সপ্তাহ অতিক্রম হলেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *