Firhad Hakim : ‘উনি বাঙালি বিরোধী…’, রাজ্যপালের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে শুভেন্দুকে আক্রমণ ফিরহাদের – firhad hakim slams suvendu adhikari on governor cv anand bose joy bangla slogan issue


West Bengal Local News: শুক্রবার একাধিক ইস্যুতে মুখ খোলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভা সংক্রান্ত একাধিক বিষয়ের পাশাপাশি একাধির রাজনৈতিক ইস্যুতেও মুখ খোলেন ফিরহাদ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতীকী ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে তাঁর মুখে জয় বাংলা স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল সরকারের উদ্দেশ্য সফল করার জন্য রাজ্যপালকে ভুল বোঝানো হয়েছে। এর জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘যাঁরা বাংলাকে ঘৃণা করে, বাংলাকে নিয়ে সম্মানিত বোধ করে না, যারা নজরুল রবীন্দ্রনাথকে অবজ্ঞা করে তাদের মুখে এই কথা মানায়। এরা বাংলাকে অপমান করছে। রবীন্দ্রনাথ থেকে মাতঙ্গিনী হাজরা বাংলার মনীষীদের অপমান করছে। জয় বাংলা অর্থাৎ বাংলার জয়। উনি বাংলা বিরোধী দলে দিয়ে বাঙালি বিরোধী হয়ে গিয়েছেন।’

Firhad On Mithun Chakraborty: মিঠুনদা যোগাযোগ রাখছেন: ফিরহাদ
বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদের জমি নিয়ে বিবাদ এখনও জারি রয়েছে। অমর্ত্য সেনের সঙ্গে জমি সংঘাত মুখ খুলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি অমর্ত্য সেন আসলে নোবেল পুরস্কার পাননি। এই নিয়ে বিতর্ক শুরু হতেই উপাচার্যকে তীব্র্র আক্রমণ করেছেন ফিরহাদ। তিনি বলেন, ‘উনি পাগল। ওনাকে এখনই তাড়িয়ে দেওয়া উচিত। এই সব বলে গোটা ভারতবাসীকে অপমান করা হচ্ছে। ওনার সার্টিফিকেটগুলো পরীক্ষা করা উচিত। উনি মানসিকভাবে ঠিক নেই।’

Abhishek Banerjee : থাকবেন অভিষেক, আজ নয়া তৃণমূল ভবনের ভিতপুজো
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে গত শনিবার ধর্মতলা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। নওশাদকে আদালতে পেশ করার পর আদালত তাঁকে ১ ফেব্রুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আইএসএফ নওশাদের মুক্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘প্রশাসনকে আদালতের নির্দেশ মেনে চলতে হয়। আদালত যদি নির্দেশ তাই প্রশাসন কি করবে! আমাদেরও আদালতের নির্দেশে জেলে যেতে হয়েছিল। আদালত যদি কোন নির্দেশ দেয় তাহলে প্রশাসন তা মানতে বাধ্য। এখন বিজেপির সংখ্যালঘু সেল নওশাদ সিদ্দিকির হয়ে আন্দোলন করছে। বামেরা আন্দোলন করছে। আসলে বিজেপির কোলে নওশাদ ভাই দোলে।’

Arijit Singh Concert Kolkata: ইকো পার্কে কেন অরিজিৎ সিংয়ের কনসার্ট বাতিল? মুখ খুললেন ফিরহাদ
পুর পরিষেবা সংক্রান্ত বেশ কিছু বদলের কথাও জানিয়েছে কলকাতার মেয়র। শহররে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। ফিরহাদ জানিয়েছেন, রাস্তায় গাড়ি ফেলে রাখলে তুলে নিয়ে যাওয়া হবে। মহানগরের দূষণ রোধে বৃক্ষরোপণ ও ব্যাটারি চালিত গাড়ি ব্যবহারের ওপর জোর দিয়েছে ফিরহাদ। তিনি জানিয়েছেন, মার্চ মাস থেকে শহরে ২৫ লাখ গাছ লাগানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *