Kolkata Weather Today : বঙ্গে উধাও শীত, খামখেয়ালি আবহাওয়ায় ক্রমশ চড়ছে পারদ – kolkata south bengal and north bengal weather update no winter in west bengal due to westerlies


West Bengal Weather Update: জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছে। মাস শেষের সঙ্গে সঙ্গে বঙ্গে শীত প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আবহাওয়া দফতর সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কার্যত শীত উধাও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ন্যূনতম চার থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকবে। সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Kolkata Weather Today : ঘন কুয়াশায় মোড়া কলকাতার আকাশ, রাস্তাঘাটে গাড়িঘোড়া ‘ভ্যানিশ’
অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও আজ থেকে বাড়তে পারে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেখানেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে বলে জানা গিয়েছে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

কলকাতার তাপমাত্রা

কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তিলোত্তমায় দিনে ও রাতে শীত অনুভূত হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানা গিয়েছে। দিনের তাপমাত্রার নিরিখে গত 10 বছরের মধ্যে কাল উষ্ণতম সরস্বতী পুজো ছিল। গোদের উপর বিষ ফোঁড়া বাতাসে ৯২ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার কারণে সরস্বতী পুজোয় শাড়ি বা পাঞ্জাবি পরে ঘাম ঝড়েছে স্কুল থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের।

Weather Forecast : শীতের বিদায় আসন্ন, সোমবার থেকেই উষ্ণ বঙ্গের পূর্বাভাস
কেন ঝিমিয়ে পড়েছে শীত?

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই দূরাবস্থা। উত্তর-পশ্চিম ভারতেও কিছুটা বেড়েছে তাপমাত্রা। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। এর ঠিক পেছনেই আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আজ দুপুরে। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আছে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি রাজস্থান ও সংলগ্ন এলাকায়। অপরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ফলে কোনোভাবেই দক্ষিণবঙ্গে শীতল বাতাস ঢোকার রাস্তা নেই। উল্টে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে একটু একটু করে বাড়ছে দখিনা হাওয়ার প্রভাব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *