MGNREGA : আবাসের পর ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ! খতিয়ে দেখতে মালদায় কেন্দ্রীয় প্রতিনিধিদল – central team comes to visit malda to observe for 100 days work project


West Bengal News : ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদলের (Central Team) আনাগোনা। বিগত বেশ অনেকদিন ধরেই বিভিন্ন কেন্দ্রীয় দল (Central Delegates Team) রাজ্যে সফরে এসেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে। এবার ১০০ দিনের কাজে (100 Days Work Project) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মালদহ (Malda) জেলায় পা রাখল দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। মালদহে (Malda) পৌঁছেই জেলাশাসকের দফতরে বৈঠকে বসেন দুই সদস্যের কেন্দ্রীয় দল। এদিনই কালিয়াচক (Kaliachawk) এক নম্বর ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে পারেন তাঁরা। এর আগেও এই জেলায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার আগে রাজ্যের নানান জেলা থেকে বারবার উঠে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কখনও ১০০ দিনের কাজের প্রকল্প, কখনও আবার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ।

Pradhan Mantri Awas Yojana : ১১ প্রকল্পের কাজ দেখতে ১২ টি জেলায় কেন্দ্রীয় দল
যখন মালদায় কেন্দ্রীয় দল ১০০ দিনের কাজে (100 Days Work Project) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছে, তখনই মালদা জেলায় সামনে এসেছে ১০০ দিনের কাজ সংক্রান্ত আরও একটি অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, এইসব অভিযোগ নিয়েই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারে এই প্রতিনিধিদল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana) রাজ্য যে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে, এমন অভিযোগ রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে সাধারন মানুষ সবার কাছ থেকেই পেয়েছে রাজ্য সফরে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস যোজনার তদারকি করতে চলতি মাসেই মালদহে এসেছিল তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব শক্তি কান্তি সিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এমএস চাহাত সিং। বেশ কিছুদিন ধরে মালদা জেলার বিভিন্ন ব্লকে আবাস যোজনা প্রকল্পে স্বজন-পোষণ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল কয়েকটি ব্লকে। এনিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতরের ওই তিন সদস্যের প্রতিনিধি দল মালদহে আসেন।

Pradhan Mantri Awas Yojana : কেন্দ্রীয় দল না পিকনিক পার্টি, বুঝছে বঙ্গ বিজেপি
প্রসঙ্গত উল্লেখ্য, বিস্ফোরক টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ তুলেছিলেন বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পে বড়সড় দুর্নীতি হয়েছে বাংলায়। সেই সব দুর্নীতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Delegates Team)। তারপরেই কেন্দ্র থেকে চিঠি পাঠিয়ে মোট ১২টি কেন্দ্রীয় দলের রাজ্যে আসার কথা ঘোষণা করা হয়। তারমধ্যেই একটি দল এদিন পা রাখল মালদহ জেলায়। এবার এই কেন্দ্রীয় দল অভিযোগের গভীরে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বের করে কিনা, সেই অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *