জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আপাতদৃষ্টিতে একেবারে নিরামিশ ম্যাচ। কিন্তু চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) সেই ম্যাচে বাংলা (Bengal) এমন লজ্জাজনক পারফরম্যান্স করবে কে জানত! ওডিশা (Odisha) গ্রুপ পর্ব পেরোতে পারেনি। সেই দলের কাছে সাত উইকেটে লজ্জার হার হজম করল বঙ্গব্রিগেড। একে তো দল চোট-আঘাতে জর্জরিত। এরমধ্যে নক আউট পর্বে নামার আগে, এমন জঘন্য পারফরম্যান্স। স্বভাবতই অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও হেড কোচ লক্ষ্মী রতন শুক্লার (Laxmi Ratan Shukla) চাপ যে বাড়ল, সেটা কিন্তু বলাই যায়।
প্রথম ইনিংসে ফলো-অন হজম করার পরেও, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল বাংলা। রুখে দাড়িয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) মনোজ ও সুদীপ ঘরামি। ফলে তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছিল বাংলা। লিড ছিল ৫৫ রানের। কিন্তু শেষ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেল মনোজদের ব্যাটিং। অভিমন্যু ১০১ রান করলেও, মনোজ ৫২ রানে ফিরে যান। অভিষেক পোড়েল করেন ৩৮ রান। এরপর আর কেউ বাইশ গজে রুখে দাঁড়াতে পারেননি। ৫৮ রানে শেষ ৬ উইকেট চলে যাওয়ার জন্য এবার ২৭৬ রানে অল আউট হয়ে যায় দল। ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। ফলে প্রথম ইনিংসের মতো এবারও ব্যাট করতে পারেননি রুকু। এদিকে সেই সুযোগে সকালের পিচকে কাজে লাগিয়ে ফের জ্বলে উঠলেন সুনীল রাউল। প্রথম ইনিংসে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর, এবার আরও বিধ্বংসী মেজাজে নিলেন ৯৬ রানে ৬ উইকেট। ফলে ওডিশার টার্গেট দাঁড়ায় ১১২ রান।
আরও পড়ুন: Axar Patel Marriage: এবার দ্বিতীয় ইনিংস শুরু করলেন অক্ষর প্যাটেল, পাত্রী কে? ভিডিয়ো হল ভাইরাল
চোটের জন্য মাঠে নামতে পারেননি আকাশ দীপ। বাকিদের পারফরম্যান্স একেবারেই লেখার মতো নয়। একেবারে একদিনের ক্রিকেটের মেজাজে রান তুললেন বিপক্ষের ব্যাটাররা। ঈশান ও বাকি বোলারদের এমনভাবে মারলেন, যেন দেখে মনে হচ্ছিল ‘ভারত সেরা’ পেস বোলিং লাইনআপ নয়, ওডিশা ময়দানের কোনও দ্বিতীয় ডিভিশনের দলের বিরুদ্ধে ব্যাট করছে। মাত্র ২২.২ ওভারে ৩ উইকেটে ১১২ রান তুলে ম্যাচ জিতে যায় ওডিশা। ওপেনার অনুরাগ সারেঙ্গি করলেন ৩৭ রান। যদিও আর এক ওপেনার শান্তনু মিশ্র (৪) ব্যর্থ হলেন। শুভ্রাংশু সেনাপতি করেন ২২ রান। শেষ পর্যন্ত উইকেটে থাকেন সন্দীপ পট্টনায়ক ও রাকেশ পট্টনায়ক। সন্দীপ ২৭ বলে ২৮ ও রাকেশ মাত্র ১২ বলে ২০ রানে অপরাজিত থেকে বাংলাকে হারিয়ে দেন।
খেলায় হার-জিত থাকবেই। কিন্তু নিজেদের ঘরের মাঠে বিপক্ষের কাছে এমন অসহায়ভাবে নতজানু হওয়া দেখে অনেকেই অবাক। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে বাংলা। এখন এলিটের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থানে আছে মনোজ তিওয়ারির দল। সাত ম্যাচে চারটি সরাসরি জয় (একটি বোনাস-সহ জয়) পেয়েছে বাংলা। দুটি ম্যাচে ড্র করেছে। হার মাত্র এক ম্যাচে। শুধু ওডিশার কাছে হারল বাংলা। তাও এমন একটা দলের কাছে হার মানতে হল, যারা গ্রুপে আট দলের মধ্যে সপ্তম স্থানে ছিল। তাই ৩২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে থাকলেও, বঙ্গব্রিগেডের কাছে হার কিন্তু এটা চিন্তার কারণ হয়ে দাঁড়াল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)