Pathaan Movie : তাজিকিস্তানের সোশ্যাল মিডিয়া সেনসেশন আবদু রোজিক। ভারতের তুমুল জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৬-এও দেখা যাচ্ছে তাঁকে। এদেশেও তাঁর জনপ্রিয়তা ধীরে ধীরে ঊর্ধমুখী। সেই আবদু পাঠান মুক্তির একদিনের মাথায় হাজির হয়েছিলেন শাহরুখ খান দর্শনে। মন্নতের বাইরে তখন থিকথিকে ভিড়। গাড়ির সানরুফ সরিয়ে তখন মুখ বের করেছেন আবদু রোজিক। হইচই যেন আরও দশগুণ বেড়ে গেল। রোজিকের মনোবাঞ্ছা একটাই—আপনার হাজার হাজার ফ্যানের সঙ্গে বসে আছি… জীবনে একটাই স্বপ্নপূরণ বাকি… আপনার সঙ্গে দেখা করা। কিং খান কি শুনছেন আবদুর মনের কথা! কবে দেখা পাবেন আবদু তাঁর পাঠানের?