Tea Shop : চা নয়, চায়ের কাপ খাওয়ার জন্য থিকথিক করছে ভিড়! নদিয়ার দোকানে আজব কাণ্ড – nadia stall selling tea in special type of cup started from saraswati puja


West Bengal Local New: বাঙালির সঙ্গে চায়ের দোকান সম্পর্ক দীর্ঘদিনের। চায়ের দোকান বসে আড্ডা, রাজনীতি, বিশ্লেষণে দেশের অন্যান্য জাতিকে পিছনে ফেলেছে বাঙালি। সেই কারণে চায়ের দোকান বাঙালিদের কাছে একটা বড় আবেগের জায়গা। গরম চায়ের কাপে চুমুক দিয়ে আলোচনায় ঝড় তোলা বাঙালির অভ্যেসে পরিণত হয়েছে। কিন্তু, এরমধ্যেই নদিয়াতে এমন এক দোকানের হদিশ পাওয়া গিয়েছে যেখানে চা নয়, চায়ের কাপ খেতেই ভিড় জমান ক্রেতারা। দূর দূরান্ত থেকে চায়ের কাপ খেতে লোক এখানে আসেন। চায়ের কাপ খেতে দলে দলে মানুষ আসছেন, শুনতে অবাক লাগলেও বাস্তবটা এমনই। এই চায়ের কাপে মিলবে বিস্কুটের স্বাদ। অর্থাৎ এক কাপ চায়ের দামে মিলবে চা-বিস্কুট। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন লম্বা লাইন পড়েছে এই চায়ের দোকানের বাইরে। দোকানের নাম ‘মথুরার স্টল’।

Basant Panchami 2023: চিনে নিন দেশের এই শেষ গ্রাম, এখানেই নাকি জন্মেছিলেন দেবী সরস্বতী
দিয়ার শান্তিপুরের নতুনহাট এলাকায় বৃহস্পতিবার এই চায়ের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মালিকের আগে চায়ের দোকান থাকলেও এই বিশেষ ধরনের কাপে চা বিক্রি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই অভিনব চায়ের দোকান দেখে এলাকার মানুষরাও অবাক হয়ে গিয়েছেন। দোকানের মালিক জানিয়েছেন, সমাজমাধ্যম থেকেই তিনি এমন চায়ের কাপের হদিশ পেয়েছেন। তিনি জানিয়েছেন, এই কাপ দক্ষিণ ভারতে পাওয়া যায়। জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্য দিয়ে তৈরি করা হয়েছে এই কাপ। অর্থাৎ এই কাপের মধ্যে রয়েছে বিস্কুটের উপকরণ। তিনি জানিয়েছেন, আগে দক্ষিণ ভারত থেকে এই কাপ আনা হলেও এখনও কলকাতার বড়বাজারের ব্যবসায়ীর মাধ্যেমে অর্ডার দিয়ে আনা হয়। এই বিশেষ ধরনের এক কাপ চায়ের দাম ১২ টাকা এবং এক কাপ কফির দাম ১৫ টাকা।

Chop Silpo in West Bengal: ২৩ বছর ধরে বাড়েনি দাম! মাত্র ১ টাকায় আজও মিলছে চপ, জানেন কোথায়?
স্বাভাবিকভাবে সরস্বতী পুজোর দিন এই নতুন কাপে চা খাওয়ার জন্য উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক মানুষই বৃহস্পতিবার এই চায়ের দোকানে বিশেষশ কাপে চা খেয়েছেন। চায়ের থেকে কাপ খেতেই বেশি ভিড় হয়েছে বলে জানাচ্ছেন দোকানের মালিক। তাঁর কথায়, ‘‘৯ বছর ধরে চা বিক্রি করছি। কাগজ, প্লাস্টিক, মাটির ভাঁড় অনেক ধরনের কাপে চা বিক্রি করেছি। কিন্তু এখন ওয়েফার বিস্কুটের কাপে চা বিক্রির কারণে অনেকে আসছেন।’’ তবে চায়ের দাম নিয়ে সন্তুষ্ট নন এমন ক্রেতা বলেন, ‘‘দামের জন্য বার বার এই কাপে চা খাওয়া সম্ভব নয়। তবে মাঝেমধ্যে দু’এক কাপ হলে মন্দ নয়।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *