TET Scam: নিয়োগ দুর্নীতিই নয়, জালিয়াতিতেও জড়িয়েছে কুন্তলের নাম – one more complain of fraud comes in daylight against tmc leader kuntal ghosh as hooghly contractor speaks


West Bengal Local News নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে সামনে এল আরও বড় অভিযোগ। কলেজ পুর্নর্নিমাণের চুক্তির পরও ঠিকাদারকে টাকা না দেওয়ার অভিযোগ। তারকেশ্বরের এক ঠিকাদারের অভিযোগ, চুক্তি করে কাজ করার পরও ৩৩ লাখ টাকারও বেশি বকেয়া কুন্তল ঘোষের কাছে। কাজ করিয়ে নিয়ে বার বার টাকা চাইলেও দেননি তৃণমূল যুব নেতা বলে অভিযোগ তুলেছেন ওই ঠিকাদার। উলটে টাকা চাইলে যুব নেতা হুমকি দিয়েছে বলে অভিযোগ।

তারকেশ্বরের এক ঠিকাদার শাজাহান খাঁ অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণ কাজের জন্য ৩৫ লাখ টাকা চুক্তি হয় কুন্তলের সঙ্গে সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পর মেলেনি প্রাপ্য টাকা। কুন্তলের কাছে টাকা চাইলেই মিলেছে হুমকি। কুন্তল ঘোষ গ্রেফতারের খবর শুনেই চিন্তায় ঘুম উড়েছে ঠিকাদার শাজাহান খাঁয়ের । হুগলির ধনিয়াখালির ভান্ডারহাটির পর কুন্তল ঘোষের আরও একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হদিস মেলে হুগলির ধনিয়াখালীর মধুপুর এলাকায়। ২০১৬ সালের আগে এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়তেন বহু ছাত্র ছাত্রী। যদিও ২০১৬ সালের পর প্রশিক্ষণকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। ওই প্রশিক্ষণ কেন্দ্রের রেনোভেশনের জন্যই শাজাহান খাঁয়ের সঙ্গে চুক্তি করেন তৃণমূল নেতা বলে দাবি।

কুন্তলের বিরুদ্ধে লোক ঠকানোর অভিযোগ

ঠিকাদার জানিয়েছেন, ২০১৬ সালে কুন্তল ঘোষের সঙ্গে কোর্ট পেপারে একটি চুক্তি হয় । সেখানে সইও আছে কুন্তল ঘোষের। ১৬ সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ কেন্দ্রটি পুরোপুরি সম্পূর্ণ করার জন্য কুন্তল ঘোষের সঙ্গে ৩৫ লাখ টাকায় চুক্তি হয় এবং ছয় দফায় সমস্ত টাকা পরিশোধ করবে বলে চুক্তি পত্রে সই করে তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

ঠিকাদারের অভিযোগ, ৮৫ শতাংশ কাজ হয়ে যাওয়ার পরও মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকা শাজাহান খাঁকে দেয় কুন্তল ঘোষ। আর টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন শাহজাহান। এদিকে ইমারতি দ্রব্যের দোকানে প্রচুর পরিমাণ টাকা দেনা করে যুব তৃণমূল নেতার কাজ করছিলেন ওই ঠিকাদার।
কুন্তল ঘোষের কাছে বার বার টাকা চাইলে টাকা না দিয়ে উলটে যুব তৃণমূল নেতা তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। এদিকে শাসক দলের বড় নেতা হওয়ার কারণে কোথাও অভিযোগ করার সাহস পাননি শাজাহান বলে জানিয়েছেন । স্ত্রীয়ের গয়না বিক্রি করে এবং অন্য জায়গায় কাজ করে ইমারতি দ্রব্যের দোকানে লাখ লাখ টাকার দেনা এখনও শোধ করে যাচ্ছেন শাহজাহান। তবে কুন্তল ঘোষের গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পর মুষড়ে পড়েছে শাজাহান সহ তার গোটা পরিবার। কারণ, এতদিন টাকা পাওয়ার ক্ষীণ আশা থাকলেও এবার বোধ হয় সবশেষ। কুন্তলের জন্য হওয়া এত লাখ টাকার দেনা কিভাবে শোধ করবেন তা ভেবে ঘুম উড়ছে শাহজাহানের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *