কুন্তলের বিরুদ্ধে লোক ঠকানোর অভিযোগ
ঠিকাদার জানিয়েছেন, ২০১৬ সালে কুন্তল ঘোষের সঙ্গে কোর্ট পেপারে একটি চুক্তি হয় । সেখানে সইও আছে কুন্তল ঘোষের। ১৬ সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ কেন্দ্রটি পুরোপুরি সম্পূর্ণ করার জন্য কুন্তল ঘোষের সঙ্গে ৩৫ লাখ টাকায় চুক্তি হয় এবং ছয় দফায় সমস্ত টাকা পরিশোধ করবে বলে চুক্তি পত্রে সই করে তৃণমূল নেতা কুন্তল ঘোষ।
ঠিকাদারের অভিযোগ, ৮৫ শতাংশ কাজ হয়ে যাওয়ার পরও মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকা শাজাহান খাঁকে দেয় কুন্তল ঘোষ। আর টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন শাহজাহান। এদিকে ইমারতি দ্রব্যের দোকানে প্রচুর পরিমাণ টাকা দেনা করে যুব তৃণমূল নেতার কাজ করছিলেন ওই ঠিকাদার।
কুন্তল ঘোষের কাছে বার বার টাকা চাইলে টাকা না দিয়ে উলটে যুব তৃণমূল নেতা তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। এদিকে শাসক দলের বড় নেতা হওয়ার কারণে কোথাও অভিযোগ করার সাহস পাননি শাজাহান বলে জানিয়েছেন । স্ত্রীয়ের গয়না বিক্রি করে এবং অন্য জায়গায় কাজ করে ইমারতি দ্রব্যের দোকানে লাখ লাখ টাকার দেনা এখনও শোধ করে যাচ্ছেন শাহজাহান। তবে কুন্তল ঘোষের গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পর মুষড়ে পড়েছে শাজাহান সহ তার গোটা পরিবার। কারণ, এতদিন টাকা পাওয়ার ক্ষীণ আশা থাকলেও এবার বোধ হয় সবশেষ। কুন্তলের জন্য হওয়া এত লাখ টাকার দেনা কিভাবে শোধ করবেন তা ভেবে ঘুম উড়ছে শাহজাহানের।