Traffic Police : নকল সাইলেন্সারে শব্দদূষণ, অভিযানে বালুরঘাট ট্রাফিক পুলিশ – balurghat traffic police taking action against duplicate silencer


West Bengal News : ব্যস্ত রাস্তা দিয়ে অনেক সময়েই কান ফাটানো শব্দ করে দ্রুতগতিতে পেরিয়ে যায় মোটর বাইক (Bike)। আর সেই শব্দের জেরে প্রান ওষ্ঠাগত হয়ে ওঠে সাধারন মানুষের। বিশেষ করে বৃদ্ধ ও বৃদ্ধাদের অবস্থা সেই সময় খুব করুণ দেখায়। আর এই সব শব্দ বেশিরভাগ বেরিয়ে আসে বাইকে লাগানো নকল সাইলেন্সার থেকে। তাই এবার, মোটরবাইকে নকল সাইলেন্সার (Duplicate Silencer) লাগিয়ে যারা শব্দদূষণ করছে, তাদের বিরুদ্ধে অভিযানে নামল বালুরঘাট (Balurghat) ট্রাফিক পুলিশ। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাট থানা মোড়ে ট্রাফিক পুলিশের (Balurghat Traffic Police) পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। যারা নিজেদের বাইকে নকল সাইলেন্সার লাগিয়ে ঘুরছে তাদের ধরপাকড় করা হয়। মূলত যারা বিভিন্ন ধরনের বাইকে নকল সাইলেন্সার লাগিয়েছে এবং শব্দ দূষণ করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে।

Dakshin Dinajpur : বালুরঘাটের ক্লাবের গণবিবাহের উদ্যোগ, কুর্নিশ সাধারণ মানুষের
এদিনের অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট ট্রাফিক (Balurghat Traffic Police) ওসি ব্রীতি সুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। উদ্দেশ্য একটাই যাতে শব্দ দূষণ রোধ করা যায়। এই বিষয়ে ওসি ব্রীতি সুন্দর সাহা বলেন, “বেশ কিছুদিন ধরেই নকল সাইলেন্সার থেকে ভয়ানক শব্দদূষণের অভিযোগ আসছিল। প্রবীণ নাগরিকদের এই কারণে যথেষ্ট কষ্ট পেতে হচ্ছিল। বেশ কিছু অভিযোগ পাওয়ার পরেই বালুরঘাট ট্রাফিক পুলিশ এর বিরুদ্ধে অভিযানে নামার সিদ্ধান্ত নেয়। সেই হিসেবেই আজ থেকে এই অভিযান শুরু হল। বালুরঘাট (Balurghat) শহরকে এই শব্দদূষণ থেকে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে”। এদিনের অভিযানে পাঁচটিরও বেশি বাইকের নকল সাইলেন্সার খোলা হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে। এদিন এক একটি বাইককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

Balurghat News : ক্লাবের পিকনিক নিয়ে গন্ডগোল, রাতের অন্ধকারে মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা
আগামী দিনেও এই অভিযান লাগাতার চালানো হবে বলে বালুরঘাট ট্রাফিক ওসি ব্রীতি সুন্দর সাহা জানিয়েছেন। এছাড়াও অভিযানে একাধিক মোটর বাইকের সামনে লাগানো এলইডি লাইট খুলে ফেলা হচ্ছে৷ যাতে রাতের বেলা দুর্ঘটনা না ঘটে৷ এই নিয়ে পুলিশের বক্তব্য, এলইডি লাইটে বিপরীত দিক থেকে আসা গাড়ি বা বাইকের চালককে প্রচণ্ড অসুবিধের সম্মুখীন হতে হয়। স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে জানান, “ট্রাফিক পুলিশের এই অভিযানকে স্বাগত জানাই। তবেই একটু দেরিতেই শুরু হল এই অভিযান। বাইক থেকে এই শব্দদূষণের সমস্যা বালুরঘাট শহরে বহুদিনের। অনেকদিন ধরেই শহরের নাগরিকরা এই বিষয়ে অভিযোগ জানাচ্ছিলেন। এই অভিযান এই মুহূর্তে প্রতিদিন চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *