Abhishek Banerjee on Hiran Chatterjee: ‘আমি হিরণের জায়গায় থাকলে দুটো কাজ করতাম…,’ মন্তব্য অভিষেকের – abhishek banerjee speaks after hiran chatterjee demand that the photo was fabricated


West Bengal Local News এক ভাইরাল ছবি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতির (Ajit Maity) সঙ্গে এক ফ্রেমে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ছবি। পিছনে তৃণমূলের হোর্ডিং। দাবি ওঠে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হিরণ। যার জেরে বহুদূর গড়ায় বঙ্গ রাজনীতির দল। এদিন সাংবাদিক বৈঠক করে খড়গপুরের বিধায়ক দাবি করেন ওই ছবিটি সম্পূর্ণ জাল। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রশ্ন করা হলে তিনি বিজেপি বিধায়কের দাবি শোনার পর বলেন, তিনি হিরণের জায়গায় হলে পুলিশ কেস করতেন ও আদালতে যেতেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকা ডায়মণ্ড হারবারে পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। সেখানেই তিনি বলেন, ”আমি হিরণের জায়গায় হলে প্রথম দুটো কাজ করতাম। এক পুলিশের কাছে গিয়ে ক্রিমিনাল কেস করতাম। যারা ওই ফেক ছবি ছড়িয়েছে ও বানিয়েছে তাদের নামে কেস করতাম। দ্বিতীয়, আদালতে গিয়ে মানহানির মামলা করতাম।”

Hiran Chatterjee: অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন? দলবদল নিয়ে মুখ খুললেন হিরণ

এখানেই শেষ নয়, হিরণকে কটাক্ষ করে তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড বলেন, ”আমার ছবি ফটোশপ করা হলে জোর গলায় তদন্ত চাইতাম। ওদের তো অনেক এজেন্সি আছে, তদন্ত করে দেখুক হিরণ সেদিন কোথায় ছিল।” একইসঙ্গে বিজেপি বিধায়কের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, ”আমি চাইলে অনেক কিছুই রিলিজ করতে পারি। কিন্তু, সেটা আমি করব না। তাহলে সেটা অনৈতিক হবে।”

প্রসঙ্গত, দেবকে করা হিরণের কটাক্ষের জবাবে অভিষেক বলেন, “মিঠুন চক্রবর্তী ওঁর নিজের দলের সাংসদ। আগে ওঁকে বোঝাতে বলেন। আপনি আচরি ধর্ম।” এদিন হিরণ ফের নাম করে তৃণমূল সাংসদকে দেবকে আক্রমণ করেন। বলেন, “এনামুল হকের কাছ থেকেই ছবি বানানোর জন্য টাকা নিয়েছেন দেব। সে জেলে গেলে বা দোষী সাব্যস্ত হলে তাহলে মিঠুনদাকেও প্রজাপতি থেকে পাওয়া পারিশ্রমিক ফেরত দিতে হবে।”

Hiran vs Dev : ‘আমার ভালোবাসা ভালোবাসা সুপারহিট হয়েছিল’, দেবের জন্য ইন্ডাস্ট্রি ছাড়েন হিরণ?

এছাড়া অভিষেক এদিন মিড-ডে মিল নিয়ে বিজেপির করা মারাত্মক অভিযোগের জবাবে বলেন, “মিড ডে মিলের টাকা না কোথাকার টাকা সেটা প্রশাসন দেখবে৷ যেখান থেকেই টাকা যাক সেটা সরকারের টাকা। উনি কি চাইছেন, সরকার কাউকে সাহায্য করবে না। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সহযোগিতা করছে সেটা দেওয়া ভুল হয়েছে, সেটা শুভেন্দু অধিকারী জানান। আমি তো টাকা দিয়ে পাবলিসিটি করিনি। আমি যেখান থেকেই টাকা দিই। ওনারা টাকা অপচয় করেন পাবলিসিটির জন্য৷ সেটা কি অর্থনৈতিক অপরাধ নয়। ডিমনিটাইজেশনের থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনছেন। লকডাউনের সময়ে সেন্ট্রাল ভিস্তা বানাচ্ছেন। আগে কেন্দ্র নিজে আত্মনির্ভর হোক। বাংলা থেকে টাকা তোলা বন্ধ করুক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *