Bardhaman News : বনগাঁয় পাচারের আগে বর্ধমানে উদ্ধার প্রায় এক হাজার কচ্ছপ – turtles were rescued in bardhaman before being smuggled to bangaon


এই সময়, বর্ধমান: ২০১৯-এর ২১ জানুয়ারি বন দপ্তরের অভিযানে উদ্ধার করা হয়েছিল ৫০৮টি কচ্ছপ। তার ৪ বছর পর উদ্ধার হওয়া কচ্ছপের সংখ্যা ভেঙে দিল সেই রেকর্ড। শনিবার বর্ধমানের তালিত রেল গেট এলাকা থেকে দেওয়ানদিঘি থানা ও রেল পুলিশ যৌথ ভাবে উদ্ধার করল ৭৫২টি কচ্ছপ। বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কচ্ছপগুলি তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে। তবে কচ্ছপের সংখ্যা আরও বেশি বলে অনুমান বনকর্তাদের। ঘটনাস্থল থেকে কচ্ছপ বোঝাই বেশ কিছু বস্তা গ্রামবাসী নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেই বস্তাগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। কচ্ছপগুলি পাচারের জন্যে আনা একটি মিনি ট্রাক বাজেয়াপ্ত করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। ডিএসপি (সদর) অতনু ঘোষাল বলেন, ‘পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। গাড়িটি বনগাঁ এলাকার। গাড়ির নম্বর ধরে মালিকের খোঁজ করছে পুলিশ। কিছু তথ্য পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে সেগুলি গোপন রাখা হচ্ছে।’

Bardhaman News : ফের বিপুল অস্ত্র উদ্ধার বর্ধমানে, পাইপ গান-কার্তুজসহ গ্রেফতার ৬
এদিন সকালে তালিত রেল গেট লাগোয়া এলাকায় অনেকগুলি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কয়েকজনকে রেল গেটের পাশে দাঁড় করানো একটি মিনি ট্রাকে বস্তাগুলি তুলতে দেখা যায়। বিষয়টি নজরে পড়ে রেল গেট এলাকায় ডিউটিতে থাকা এক সিভিক ভলান্টিয়ারের। দেওয়ানদিঘি থানায় তিনি খবর পাঠালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে প্রথমে মিনি ট্রাকটিকে আটকায়। পুলিশ দেখে চম্পট দেয় ট্রাকচালক। ট্রাকে বস্তা তুলে আনা লোকগুলিও পালিয়ে যায়। বস্তাগুলির মুখ খোলে পুলিশ। দেখা যায় প্রতিটি বস্তা কচ্ছপে ভর্তি। ১৮টি এমন বস্তার মুখ খুলে কচ্ছপগুলিকে ওই ট্রাকের পিছনে পুলিশ ছেড়ে দেয়। থানায় নিয়ে আনা হয় ট্রাকটি। খবর পাঠানো হয় বন দপ্তরে। এরই মধ্যে রেল পুলিশের কাছে খবর আসে, ঘটনাস্থলে পড়ে থাকা আরও কিছু বস্তা তুলে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। এবার বর্ধমান স্টেশন থেকে রওনা দেয় আরপিএফের একটি দল। সেই দলটি গিয়ে ওই বস্তাগুলি উদ্ধার করে।

Hooghly News: স্টেশন থেকে স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতী হামলা, গুরুতর জখম BJP কর্মীর বাবা
রেল পুলিশও খবর দেয় বন দপ্তরে। উদ্ধার হওয়া সেই কচ্ছপগুলিকেও আনা হয় বর্ধমানের রমনাবাগানে। বন দপ্তরের বর্ধমান রেঞ্জের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন, ‘দেওয়ানদিঘি থানা থেকে ৫৬৮টি ও রেল পুলিশের কাছ থেকে ১৮৪টি দেশি কচ্ছপ উদ্ধার করে আমরা রমনাবাগানে নিয়ে এনেছি। মোট ২২টি ব্যাগে কচ্ছপগুলি ছিল বলে পুলিশ ও আরপিএফ সূত্রে জানতে পেরেছি।’ বর্ধমান স্টেশনে আসার আগে তালিত স্টেশনে গতি কমিয়ে দেয় ট্রেন। সেই সময়েই বস্তাগুলিকে ফেলা হয়েছে বলে অনুমান। বস্তাগুলি ফেলার পরেই অপেক্ষায় থাকা পাচারকারীদের দলের লোকজন সেগুলি মাথায় করে ট্রাকে তুলতে থাকে।

Bomb Recovery : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার, আতঙ্ক ভাটাপাড়ায়
রমনাবাগানের এক আধিকারিক বলেন, ‘পাচারকারীরা কৌশল বদলে এবার সড়ক ও রেলপথ, দুটোই বেছে নিয়েছে। কলকাতার বাজার থেকে হাতবদল হয়ে কচ্ছপ চলে যাচ্ছে বাংলাদেশে। সিংহভাগ কচ্ছপই রপ্তানি হয় পদ্মাপাড়ে। উত্তরপ্রদেশ থেকে কচ্ছপগুলিকে আনা হয়।’ জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘কয়েক বছর বন্ধ ছিল। ফের চক্রটি সক্রিয় হয়েছে। দু’টি আলাদা কেস হয়েছে। আরপিএফ আমাদের ১৮৪টি কচ্ছপ দিয়েছে। সেটা নিয়ে আমরা তদন্ত করছি। আর দেওয়ানদিঘি থানার পুলিশ পৃথক ভাবে ৫৬৮টি কচ্ছপ নিয়ে মামলা করছে। আরও বেশি করে নজরদারি চালাচ্ছি আমরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *