Durgapur News : মোবাইল গেম নিয়ে বকুনি জুটতেই নিখোঁজ, কিশোরের পচা গলা দেহ উদ্ধার দুর্গাপুরে – 17 year old student body recovered from durgapur city center


West Bengal News : পড়াশোনার বাইরে মোবাইলে (Mobile) চরম আসক্তি ছিল দুর্গাপুরের (Durgapur) পলাশডিহার বাসিন্দা কিশোর কৌশল সাউের। সেই সূত্রেই সবসময় ডুবে থাকত মোবাইল গেমে (Mobile Game)। সেই গেম (Mobile Game) থেকেই ফিলিপিন্সের (Philippines) এক কিশোরীর সঙ্গে সম্পর্ক হয় কৌশলের। সেজন্যই ফিলিপিন্স (Philippines) যাওয়ার জন্য বিগত কিছুদিন থেকে জেদ করছিল কৌশল। অভিভাবকরা গেম খেলতে বারণ করলে মেজাজ হারিয়ে যেত কৌশলের। আর সেই রাগই কাল হয়ে দাঁড়াল বছর ১৭-র এই কিশোরের। প্রাতঃভ্রমনে বের হয়ে আর বাড়ি ফিরল না সে। নিখোঁজ কৌশলের পচাগলা দেহ উদ্ধার হল দুর্গাপুরের সিটি সেন্টারের (Durgapur City Center) কাছে একটি বিনোদন পার্কের কালভার্টের নিচ থেকে। রহস্যজনক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Durgapur News : রেললাইন থেকে উদ্ধার স্কুল পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ, রহস্য দুর্গাপুরে
মৃত কিশোর কৌশল সাউের বয়স আনুমানিক ১৭ বছর। বেনাচিতি হিন্দি ভারতী স্কুলের পড়ুয়া ছিল সে। কিশোরের মায়ের দাবি, মোবাইল গেমে প্রতি মুহূর্তে আসক্ত থাকতো কৌশল। সেই গেম থেকেই ফিলিপিন্সের কিশোরীর সঙ্গে সম্পর্ক হয় কৌশলের। বিগত চারদিন আগে কৌশল অন্যান্য দিনের মতনই প্রাতঃভ্রমনে বের হয়। তারপর থেকে কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না কৌশলের। বৃহস্পতিবার বিনোদন পার্কের কর্মীরা পচা গন্ধ পেয়ে কালভার্টের নিচে মৃতদেহ ভাসতে দেখতে পায়।

Nadia News : শ্রাদ্ধবাড়ির প্যান্ডেলে পড়েছিল খোলা তার! কাছে যেতেই মর্মান্তিক পরিণতি একরত্তির
খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) পাঠায়। পরে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital)। চার দিন ধরে নিখোঁজ থাকার পর কিশোরের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে। মৃত কিশোরের পকেট থেকে একটি মোবাইলও পাওয়া গিয়েছে।

Purba Medinipur : নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির, কারণ নিয়ে ধোঁয়াশা
কিশোরকে গেম খেলতে বারণ করায় তার ব্যবহার বদলে গিয়েছিল বলে দাবি করেছে কৌশলের পরিবার। প্রাতঃভ্রমনে বেরিয়ে ছেলে বাড়ি না ফেরায় থানার দ্বারস্থ হয় পরিবার। এই বিষয়ে নিয়ে ACP দুর্গাপুর তথাগত পাণ্ডে বলেন, “পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হবে।” এখন মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই বিষয়ে কৌশলের এক প্রতিবেশী জানান, “ওদের বাড়িতে যে এত কিছু কাণ্ড ঘটে গিয়েছে, তা আমরা ভাবতেই পারিনি। ওর পরিবার ভেবেছিল ছেলে হয়ত রাগ করে কোথাও চলে গিয়েছে। তবে এটা ঠিক যে কৌশল মোবাইল গেমের প্রতি মারাত্মক ভাবে আসক্ত ছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *