মৃত কিশোর কৌশল সাউের বয়স আনুমানিক ১৭ বছর। বেনাচিতি হিন্দি ভারতী স্কুলের পড়ুয়া ছিল সে। কিশোরের মায়ের দাবি, মোবাইল গেমে প্রতি মুহূর্তে আসক্ত থাকতো কৌশল। সেই গেম থেকেই ফিলিপিন্সের কিশোরীর সঙ্গে সম্পর্ক হয় কৌশলের। বিগত চারদিন আগে কৌশল অন্যান্য দিনের মতনই প্রাতঃভ্রমনে বের হয়। তারপর থেকে কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না কৌশলের। বৃহস্পতিবার বিনোদন পার্কের কর্মীরা পচা গন্ধ পেয়ে কালভার্টের নিচে মৃতদেহ ভাসতে দেখতে পায়।
খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) পাঠায়। পরে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital)। চার দিন ধরে নিখোঁজ থাকার পর কিশোরের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে। মৃত কিশোরের পকেট থেকে একটি মোবাইলও পাওয়া গিয়েছে।
কিশোরকে গেম খেলতে বারণ করায় তার ব্যবহার বদলে গিয়েছিল বলে দাবি করেছে কৌশলের পরিবার। প্রাতঃভ্রমনে বেরিয়ে ছেলে বাড়ি না ফেরায় থানার দ্বারস্থ হয় পরিবার। এই বিষয়ে নিয়ে ACP দুর্গাপুর তথাগত পাণ্ডে বলেন, “পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হবে।” এখন মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই বিষয়ে কৌশলের এক প্রতিবেশী জানান, “ওদের বাড়িতে যে এত কিছু কাণ্ড ঘটে গিয়েছে, তা আমরা ভাবতেই পারিনি। ওর পরিবার ভেবেছিল ছেলে হয়ত রাগ করে কোথাও চলে গিয়েছে। তবে এটা ঠিক যে কৌশল মোবাইল গেমের প্রতি মারাত্মক ভাবে আসক্ত ছিল।”