Kolkata Book Fair 2023 : বিশেষ আকর্ষণ ‘আবোল তাবোল’ দিবস, স্প্যানিশ নাচে-গানে শুরু কলকাতা বইমেলা – international kolkata book fair to celebrate 100 years of abol tabol spanish dance troupe and musicians to perform


অপেক্ষার আর মাত্র তিনটে দিন। তারপরই শুরু বইপ্রেমীদের বার্ষিক উৎসব। ৩১ জানুয়ারি দুপুর ২টো নাগাদ আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2023) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতি বছরই বইমেলায় কিছু না কিছু আকর্ষণ থাকে বইপ্রেমীদের জন্য। এবারও তাঁদের নিরাশ করছে না গিল্ড। এবারের বইমেলায় বিশেষভাবে উদযাপিত হবে ‘আবোল তাবোল’ (Abol Tabol)। সুকুমার রায়ের অমর সৃষ্টি এ বছর ১০০-তে পদার্পণ করছে। আর সেই উপলক্ষ্যেই আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় ‘আবোল তাবোল’ দিবস পালন করা হবে। শিশুদের প্যাভেলিয়নে এই দিনটি কচিকাচাদের নিয়েই হইহই করে উদযাপন করার পরিকল্পনা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের (Publishers And Booksellers Guild)। বিশেষ ট্রিবিউট দেওয়া হবে স্রষ্টা সুকুমার রায়কে (Sukumar Ray)।

Calcutta University Exam: স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষার দিন বদল কলকাতা বিশ্ববিদ্যালয়ে, নয়া পরীক্ষাসূচি জানেন?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Shieshendu Mukherjee) বিশেষ সম্মান

এ বছর কলকাতা বইমেলার প্রধান অতিথি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁকে CESC-র পক্ষ থেকে দেওয়া হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। এ বারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন। ফলে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে সে দেশের ইনস্টিটিউট অফ সার্ভান্তাসের ডিরেক্টর মারিয়া হোসে গালভের সালভাদোর। এছাড়াও থাকবেন স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও ডমিনিকার।

Kolkata Book Fair 2023 : ‘ওলা কলকাতা!’ স্প্যানিশ থিমে সাজবে বইমেলা, কবে উদ্বোধন?
ওলা কলকাতা!

থিম কান্ট্রির আদলে সাজিয়ে তোলা হবে এ বছরের কলকাতা বইমেলা। ফলে গোটা সল্টলেক সেন্ট্রাল পার্ক (Central Park Salt Lake) চত্বর তথা বুক ফেয়ার গ্রাউন্ডই সেজে উঠবে সেই থিমের আদলের (Theme Country Spain)। ৩০ তারিখ থেকেই সেখানে বসবে স্প্যানিশ নৃত্য-গীতের আসর। উদ্বোধনের আগেই সেন্ট্রাল পার্কে শুরু হবে স্প্যানিশ গান, ৭ ফেব্রুয়ারি চলবে স্প্যানিশ ডান্স ট্রুপের পারফর্ম্যান্স, ১০ ফেব্রুয়ারি রয়েছে স্প্যানিশ ক্লাসিক্যাল সংগীতের আসর।

স্পেন ছাড়াও এ বারের Cirkus : শীতের মরশুমে বারাসতে ফিরল নস্টালজিয়া সার্কাস, জানুন শোয়ের সময়-টিকিটের দামর থাকছে ২০টি ভিন দেশের বইয়ের স্টল। তালিকায় রয়েছে আমেরকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জাপান, আর্জেন্তিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান। গিল্ডের তরফে শনিবার সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এ বছরের বইমেলায় সর্বাধিক সংখ্যক পাবলিশার্স স্টল দিচ্ছেন। থাকছে রেকর্ড সংখ্যক লিটল ম্যাগাজিন স্টল। সংখ্যাটা ৯৫০, যা এ যাবতকালের সর্বাধিক। এছাড়াও থাকছে একাধিক স্পেশাল গেট। যেমন মাদ্রিদের টোলেডো গেট, জাতীয় গ্রন্থাগার, বিশ্ব বাংলা গেট, নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অগ্নিবীণা গেট। বাংলাদেশ দিবস পালন করা হবে আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টা নাগাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *