শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Shieshendu Mukherjee) বিশেষ সম্মান
এ বছর কলকাতা বইমেলার প্রধান অতিথি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁকে CESC-র পক্ষ থেকে দেওয়া হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। এ বারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন। ফলে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে সে দেশের ইনস্টিটিউট অফ সার্ভান্তাসের ডিরেক্টর মারিয়া হোসে গালভের সালভাদোর। এছাড়াও থাকবেন স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও ডমিনিকার।
ওলা কলকাতা!
থিম কান্ট্রির আদলে সাজিয়ে তোলা হবে এ বছরের কলকাতা বইমেলা। ফলে গোটা সল্টলেক সেন্ট্রাল পার্ক (Central Park Salt Lake) চত্বর তথা বুক ফেয়ার গ্রাউন্ডই সেজে উঠবে সেই থিমের আদলের (Theme Country Spain)। ৩০ তারিখ থেকেই সেখানে বসবে স্প্যানিশ নৃত্য-গীতের আসর। উদ্বোধনের আগেই সেন্ট্রাল পার্কে শুরু হবে স্প্যানিশ গান, ৭ ফেব্রুয়ারি চলবে স্প্যানিশ ডান্স ট্রুপের পারফর্ম্যান্স, ১০ ফেব্রুয়ারি রয়েছে স্প্যানিশ ক্লাসিক্যাল সংগীতের আসর।
স্পেন ছাড়াও এ বারের র থাকছে ২০টি ভিন দেশের বইয়ের স্টল। তালিকায় রয়েছে আমেরকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জাপান, আর্জেন্তিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান। গিল্ডের তরফে শনিবার সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এ বছরের বইমেলায় সর্বাধিক সংখ্যক পাবলিশার্স স্টল দিচ্ছেন। থাকছে রেকর্ড সংখ্যক লিটল ম্যাগাজিন স্টল। সংখ্যাটা ৯৫০, যা এ যাবতকালের সর্বাধিক। এছাড়াও থাকছে একাধিক স্পেশাল গেট। যেমন মাদ্রিদের টোলেডো গেট, জাতীয় গ্রন্থাগার, বিশ্ব বাংলা গেট, নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অগ্নিবীণা গেট। বাংলাদেশ দিবস পালন করা হবে আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টা নাগাদ।
