Kuntal Ghosh : নিয়োগ দুর্নীতিতে যুক্ত টলিউডের পরিচিত মুখ? ED-র স্ক্যানারে কুন্তলের প্রযোজনা সংস্থা – kuntal ghosh production house under ed scanner where a renowned tollywood artist is allegedly involved



এই সময়: শিক্ষক নিয়োগের টাকা কি খাটানো হয়েছিল ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) প্রযোজনা সংস্থাতেও? এই প্রশ্নের উত্তর পেতে এবার নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল আগেই দাবি করেছিলেন, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে টেট পরীক্ষার্থীদের চাকরির জন্য ১৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু, সেই বিপুল পরিমাণ টাকা কোথায় গেল? কারা ভাগ পেলেন? তা খতিয়ে দেখতে গিয়ে ওই প্রযোজনা সংস্থার হদিশ পান তদন্তকারী অফিসারেরা। শুধু তা-ই নয়, হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো চাকরি প্রার্থীর তালিকার পাশাপাশি বেশ কিছু অ্যাডমিট কার্ডও উদ্ধার করা হয়েছে বলেও ইডি সূত্রের খবর।

Kuntal Ghosh : দুর্নীতির ৯০ ভাগ টাকা ঢুকেছে কাদের পকেটে?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই প্রযোজনা সংস্থায় কুন্তল ঘোষ ছাড়াও টলিউডের (Tollywood News) এক পরিচিত মুখ যুক্ত রয়েছেন। গত কয়েক বছরে বাংলা এবং হিন্দি ভাষায় বেশ কয়েকটি মিউজিক ভিডিয়ো, এমনকী ওয়েব সিরিজও প্রযোজনা করা হয়েছে সংস্থার তরফে। চাকরি দেওয়ার নামে টেট পরীক্ষার্থীদের থেকে নেওয়া টাকা ওই প্রযোজনা সংস্থায় খাটানো হয়েছে কি না, তা এখন খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলকে গত সাতদিন ধরে জেরার পাশাপাশি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও টানা তিনদিন জেরা করেছেন অফিসারেরা। কুন্তল বা তাপস মণ্ডলের সঙ্গে তাঁর কী ভাবে যোগাযোগ, গোপাল দলপতিরই বা কী ভূমিকা রয়েছে, সে বিষয়ে শুক্রবারও জেরা করা হয় শান্তনুকে। তবে তৃণমূল নেতার জবাবে সন্তুষ্ট হননি ইডির অফিসারেরা।

Kuntal Ghosh : জট কাটাতে মুখোমুখি জেরায় তাপস-কুন্তল ?
কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, গ্রেফতার হওয়ার পর থেকেই কুন্তল ঘোষ নিশানা করে নিয়েছেন তাপস মণ্ডল (Tapas Mondal), গোপাল দলপতি এবং নীলাদ্রি ঘোষ নামে আরও একজনকে। তবে শান্তনুর বিষয়ে জানতে চাইলেই চুপ করে যাচ্ছেন তিনি। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বিধাননগর হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় প্রশ্ন করা হলে কুন্তল বলেন, ‘কোটি কোটি টাকা নিয়েছেন গোপাল দলপতি।’ অন্যদিকে, শান্তনুকে তিনি চিনতেন কি না, সেই প্রশ্ন করা হলে জবাব আসে, ‘ওর ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’ চিনার পার্কের ফ্ল্যাটে কোনও মিটিং হয়েছিল? সংবাদ মাধ্যমের প্রশ্নে কুন্তল বলেন, ‘না, হয়নি।’

Kuntal Ghosh Arrested :’ঘুষ দিইনি বলে ষড়যন্ত্র করছে তাপস!’ গ্রেফতারির পর বিস্ফোরক কুন্তল
এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল অভিযোগের আঙুল তুলেছিলেন শান্তনুর দিকে। কিন্তু তাঁর সঙ্গে শান্তনুর যোগাযোগের বিষয়টি বারবার অস্বীকার করেছেন তিনি। জেরায় গোয়েন্দাদের জানিয়েছেন, দলীয় সূত্রে পরিচয় রয়েছে। তবে এর সঙ্গে দুর্নীতির কোনও যোগাযোগ নেই।

Kuntal Ghosh Tapas Mondal : ‘কেন চাইব না…’, দুর্নীতিকাণ্ডে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা মানলেন তাপস!
অন্যদিকে ইডি (ED) সূত্রের খবর, এদিন কুন্তল যাঁর নাম বলেছেন, সেই গোপাল চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়ে এখন তিহার জেলে রয়েছেন। তাঁকেও জেলে গিয়ে জেরার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি এদিন শান্তনুকে জেরা করে তাঁর একটি রেস্তরাঁর খোঁজও মিলেছে। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *