Saraswati Puja 2023 : স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভ, ২ শিক্ষককে তালা অভিভাবকদের – khatra local villager lock school room with teacher for saraswati puja not organizing in


West Bengal News : স্কুলে সরস্বতী পুজো (Saraswati Puja) না করায় ক্ষোভ ছড়িয়েছে বাঁকুড়া (Bankura) জেলার খাতড়ার (Khatra) দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর, সরস্বতী পুজো (Saraswati Puja) করা হয়নি অভিযোগ তুলে দুই শিক্ষককে স্কুলে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। এই দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে চার জন শিক্ষক শিক্ষিকা আছেন। এর মধ্যে প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষিকা সহ দু’জন ছুটিতে আছেন।

Saraswati Puja 2023 : ক্যালেন্ডার বিভ্রাট! অকাল সরস্বতী বন্দনা হুগলির প্রাথমিক স্কুলে
এদিন অন্য দুই সহ শিক্ষক সুমন্ত কুণ্ডু, সমর হেমব্রমরা স্কুলে গেলে অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ তাঁদের আটকে রাখেন, এমনকি স্কুলে তালা দেন বলেও খবর। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালন করে শিক্ষকরা বাড়ি চলে গিয়েছেন। শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সরস্বতী পূজা করা হয়নি। এমনকি ওই স্কুলে নেতাজীর জন্ম জয়ন্তীও (Netaji Birth Anniversary) পালন করা হয়নি বলেও তাঁরা অভিযোগ করেন।

Republic Day 2023 : ক্লাসরুমের ভিতর জাতীয় পতাকা উত্তোলন! পুরুলিয়ার স্কুলে উত্তেজনা
স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে জানান, “আমি বেশ কিছুদিন ছুটিতে আছি। ঘটনার খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি, দুই সহকারী শিক্ষককে তালাবন্দি করে রাখা হয়েছে। ছুটি নেওয়ার সময় দুই শিক্ষককে নেতাজির জন্মজয়ন্তী পালন ও সরস্বতী পুজো করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সরস্বতী প্রতিমার জন্য মৃৎশিল্পীর কাছে বায়নাও দেওয়া ছিল। কেন তাঁরা দায়িত্ব পালন করলেন না, বুঝতে পারছি না।” এই বিষয়ে শিক্ষকদের প্রতি নিজেদের ক্ষোভ ঝেড়েছেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী শঙ্কর মণ্ডল জানান, “এই স্কুলের শিক্ষকদের নিয়ে আমাদের বহুদিনের অভিযোগ আছে। আর এই সপ্তাহে নেতাজী জন্মজয়ন্তী পালন থেকে সরস্বতী পূজা কোন কিছুই করেননি দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চার শিক্ষকের মধ্যে দুই শিক্ষক প্রায়শই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন।”

Saraswati Puja 2023 : সেজেগুজে সকালেই হাজির পড়ুয়ারা, স্কুল গেটে তালা দেখে মন খারাপ সৌমী-সুতপাদের! তারপর…
ওপর এক গ্রামবাসী রঞ্জিত ডাঙ্গর জানান, “স্কুলে পুজো না হওয়ার প্রতিবাদেই আজ আমরা স্কুলের গেটে তালা মেরেছি। ভিতরে ওই দুই শিক্ষক আছেন। যতক্ষণ না জেলাশাসক এখানে আসবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা তালা খুলব না।” ঘটনার খবর পেয়ে স্কুলে চলে আসে খাতড়া থানার পুলিশ। সেই সঙ্গে স্কুলে যান খাতড়া পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। তাঁদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ মুক্ত হন স্কুলের দুই শিক্ষক। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা খাতরা এলাকায়। একটি চলমান স্কুলে সরস্বতী পুজো না হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেলার শিক্ষক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *