Shantipur Flower Fair 2023 : পুরনো রূপে বাবুল সুপ্রিয়, রাজনীতি থেকে দূরে পুষ্পমেলায় গানেই মজে মন্ত্রী – minister babul supriyo singing song at santipur flower fair


West Bengal News : পুষ্প প্রদর্শনী মেলার (Shantipur Flower Fair) দ্বিতীয় দিনে হাজার হাজার ভক্তদের কোমর দুলিয়ে ছাড়লেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে বন্ধ ছিল শান্তিপুর পুষ্পমেলা (Shantipur Flower Fair)। কিন্তু এই বছর শান্তিপুর পুরসভার (Shantipur Municipality) উদ্যোগে বেশ জমজমাট ভাবে আয়োজিত হচ্ছে এই পুষ্পমেলা। চারদিন ধরে চলবে এই মেলা। চারদিন ব্যাপী এই মেলায় আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান গাইতে আসবেন এক ঝাক তারকা সঙ্গীতশিল্পী (Singing Artists)। গতকাল শুক্রবার ছিল এই মেলার দ্বিতীয় দিন। পুষ্প প্রদর্শনী মেলার দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপালেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। একাধিক গানের সুরে হাজার হাজার ভক্তদের কোমর দুলিয়ে ছাড়লেন তিনি।

Food Festival: ইলিশ থেকে চুনোপুঁটি, ১১ কুইন্ট্যাল মাছের রকমারি পদ নিয়ে ‘মাছে ভাতে বাঙালি’
শান্তিপুর পুরসভার (Shantipur Municipality) আয়োজনে পুষ্প প্রদর্শনী মেলার দ্বিতীয় দিনের শুরু থেকেই বিশিষ্ট বেশ কিছু সঙ্গীত শিল্পীর সমন্বয়ে জমজমাট হয়ে ওঠে পুষ্প প্রদর্শনী মেলা প্রাঙ্গণ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে পাবলিক লাইব্রেরীর মাঠে তিল ধারন করার জায়গা পর্যন্ত ছিল না। শেষ শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। এরপরেই লক্ষ্য করা যায় ভক্তদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।

Tea Shop : চা নয়, চায়ের কাপ খাওয়ার জন্য থিকথিক করছে ভিড়! নদিয়ার দোকানে আজব কাণ্ড
অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়কে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করেন শান্তিপুর পুরসভার সভাপতি সুব্রত ঘোষ সহ পৌরসভার প্রতিনিধিরা। যদিও পুষ্প প্রদর্শনী মেলার আরও দু’দিন বাকি। এই দুদিনই মঞ্চ কাঁপাতে আসতে চলেছেন স্বনামধন্য আরও এক ঝাঁক তারকা। এখন দেখার বাকি দু’দিনে কতটা জমজমাট হয়ে ওঠে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের পুষ্প প্রদর্শনী মেলা।

Dokra Shilpo : জেলার মুকুটে নয়া পালক! বাঁকুড়ার ডোকরা শিল্প -সংগীত ঘরানার স্থান এবার ডাক বিভাগে
তবে গোটা মেলা চত্বরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে সজাগ থাকতে পুরসভার পক্ষ থেকে যেমন নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা, অন্যদিকে কড়া নজরদারি করছে শান্তিপুর থানার পুলিশ (Shantipur Police Station) ও প্রশাসন। এই বিষয়ে শান্তিপুর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, “দীর্ঘ দু’বছর পরে এই পুষ্প মেলার আয়োজন করা হচ্ছে। কোভিড ভীতি কাটিয়ে মানুষ আবার তাঁর আগের ছন্দ ফিরে পেয়েছেন। তাই দু’বছর পরে আয়োজিত এই পুষ্প মেলাকে সফল করতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকদিনই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার স্বনামধন্য শিল্পীরা এখানে অনুষ্ঠান করছেন। সেই সঙ্গে কড়া নিরাপত্তার দিকটিও বিবেচনার মধ্যে রাখা হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *