Urfi Javed News : তিনিই সীতা আবার তিনিই গীতা। একই অঙ্গে উরফির যে কত রূপ তা গুনে শেষ করা যায় না। শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তাঁর লেটেস্ট ফ্যাশনে। আর শনিবার এক্কেবারে আপাদমস্তক ঢেকে পৌঁছে গেলে গুরুদ্বারে। শুধু কি তাই! দর্শন সেরে বেরিয়ে সেখানে উপস্থিত প্রত্যেক ফটোগ্রাফারের জন্যে প্রসাদও নিয়ে এলেন নায়িকা। আসলে তাঁর মতি আর গতি দুটিই বোঝা বেশ দুষ্কর! আপনারা বরং ভিডিয়োটি এনজয় করুন।