Uttar 24 Pargana : বেহাল রাস্তা, নেই পানীয় জল! ফের ভোট বয়কটের পথে হিঙ্গলগঞ্জ – hingalganj villager declared vote boycott due to bad road condition


West Bengal News : ভোট আসে, ভোট যায়। নেতা নেত্রীদেরও দেখা পাওয়া যায়। কিন্তু শুধু ওই সময়টুকুতেই। বছরের বাকি সময় কোনও ছোটখাটো নেতারও টিকি পাওয়া যায় না, এমনটাই অভিযোগ উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জ (Hingalganj) ব্লকের সুন্দরবনের (Sundarbans) প্রবেশদ্বারে দুলদুলি গ্রাম পঞ্চায়েতে। এই এলাকারই দুটি গ্রাম, স্বরূপকাঠি ও কোঠাবাড়ি। এই দুই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্বরূপকাঠি থেকে কোঠাবাড়ি পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তা বেহাল ও ভগ্ন দশায় পরিণত হয়েছে। বারবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ভোট বয়কটের (Vote Boycott) ডাক দিয়েছেন এই গ্রামের বাসিন্দারা। এদিন এই দুই গ্রামের বাসিন্দারা হাসনাবাদ লেবুখালী সড়কে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন।

Didir Suraksha Kawach : ‘দিদির দূতদের প্রবেশ নিষেধ’, গ্রামবাসীদের ফরমান ঘিরে শোরগোল
শুধুই কি বেহাল রাস্তা? এই দুই গ্রামে নেই বিশুদ্ধ পানীয় জলও। এই বিষয়েও এদিন ক্ষোভ উগরে দেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভরত গ্রামের এক বাসিন্দা বলেন, “এখানে রাস্তার হাল খুবই খারাপ। বর্ষাকালে অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। শুধু তাই নয়, গ্রামে নেই পানীয় জলের বন্দোবস্তও। অনেক দূরে গিয়ে জল আনতে হয় আমাদের। বাধ্য হয়ে পথে নেমেছি। পাশাপাশি আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরোপুরি ভোট বয়কটের ডাক দিয়েছি। অন্যদিকে রাস্তার উপর মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত প্রশাসন আশ্বাস না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন ও কর্মসূচি চলবে। আমরা বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছি।”

Didir Doot No Entry: ‘রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ…’, এবার পোস্টার ইংরেজ বাজারে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ!
ওই গ্রামবাসী আরও বলেন, “বারবার হিঙ্গলগঞ্জের (Hingalganj) বিধায়ক দেবেশ মন্ডলকে জানানো সত্বেও কোনও লাভ হয়নি। যার কারণে আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে গিয়েছি।” এদিকে, হিঙ্গলগঞ্জের প্রাক্তন CPIM নেতা ঋষিকেশ মন্ডল বলেন, “আমরা ২০১১ সালের আগে চল্লিশ লাখ টাকা বরাদ্দ করেছিলাম এই রাস্তার জন্য, পিচের রাস্তা হবে বলে। কিন্তু গ্রামবাসীরা করতে দেয়নি। যারা বলেছিল তারাই আজকে তৃণমূল। এখন এই ভোট বয়কটের কথা বলছে, এটা শুধুই মুখের কথা। এইভাবে এই গ্রামের মানুষের সঙ্গে রাজনীতি চলছে। পাশাপাশি দীর্ঘ ১৫ বছর ধরে এই রাস্তাটা খারাপ। প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিধায়ককে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি।” রাস্তা জুড়ে বিক্ষোভের খবর পেয়েই বিক্ষোভ স্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *