Weather Update: খামখেয়ালি আবহাওয়ায় পারদের ওঠাপড়া, ভ্যালেন্টাইন ডে-এর আগে ফিরবে শীত? – west bengal weather update temperature will be increase in both bengal


West Bengal Weather Update: ক্যালেন্ডারের পাতায় জানুয়ারি এখনও শেষ হয়নি তবুও পারদের ওঠাপড়ায় ঘরে ঘরে পাততাড়ি গুটিয়েছে লেপ-কম্বল। মার্চ এখনও বহুদূর তবুও মাথার উপর ঘুরছে পাখা। কলকাতা ও সংলগ্ন এলাকার শীতের আমেজটুকুও নেই। শুক্রবারের থেকে শনিবার আরও বাড়ল তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। নতুন করে এইমুহূর্তে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফের উষ্ণ জানুয়ারির সাক্ষী বঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে ৫ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। তবে আগামী চার পাঁচ দিন আবহাওয়া থাকতে চলেছে শুষ্ক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য হলেও ফিরতে চলেছে শীতের আমেজ। তবে স্থায়ী হবে না। মেয়াদ থাকতে পারে চার দিন।

Sonam Wangchuk : ‘অল ইস নট ওয়েল’, লাদাখে মাইনাস ৪০ ডিগ্রিতে অনশনে বাস্তবের ব়্যাঞ্চো

কলকাতার আবহাওয়া

কলকাতার বর্তমান তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। দিনের তাপমাত্রায় কাল সামান্য পতন। স্বাভাবিকের থেকে এখনও 2 ডিগ্রি বেশী। শনিবার দিনের তাপমাত্রা 28 দশমিক 9 ডিগ্রি সেলসিয়াস ।

West Bengal Trending News: মাত্র ১০০০ টাকায় কী করে চলবে সংসার? অসহায় বামপন্থী রেণুবালার পাশে দাঁড়াল তৃণমূল

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় সামান্য ওঠানামা করতে পারে পারদ। বাড়তে-কমতে পারে রাতের তাপমাত্রা। রবি ও সোমবার ফের নামবে পারদ বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গল ও বুধবার ফের সামান্য বাড়বে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের ফিরবে শীতের আমেজ বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ।

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও একইরকম আবহাওয়া থাকবে। রবিবার পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।‌ সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা গড়ালে ক্রমশ পরিষ্কার হবে আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Suvendu Adhikari : ‘বাংলাদেশের স্লোগান ওটা…’, রাজ্যপালের মুখে ‘জয় বাংলা’ শুনে মুখ খুললেন শুভেন্দু

শুক্রবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পয়লা ফেব্রুয়ারি বুধবার। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট চলছে। আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব ও রাজস্থানে শৈত্য প্রবাহের সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকবে পাঞ্জাব, চন্ডিগড় এবং হরিয়ানা সহ দিল্লির একাংশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও এক দফায় উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি, তুষারপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি হতে পারে । রাজস্থানেও শিলা বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে রবি ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *