June Maliah : ‘দলের কোনও কর্মসূচিতে যোগ দেন না…’, জুন মালিয়াকে নিয়ে অভিযোগ তৃণমূল কাউন্সিলরেই – june maliah faced agitation of villagers


Paschim Medinipur News : চা চক্রে গিয়ে দলের নেতাদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়িকা জুন মালিয়া (June Maliya)। দলের মধ্যে নাকি বিভাজন করার চেষ্টা করছেন খোদ মেদিনীপুরের (Medinipur) বিধায়ক (TMC MLA)! বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ করেছেন শহর তৃণমূল (Trinamool Congress) সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার আগেই শাসকদলের প্রবল গোষ্ঠীকোন্দল শুরু হল মেদিনীপুরে (Medinipur)। বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন দলের আরও এক দাপুটে কাউন্সিলর। যদিও এই প্রসঙ্গে প্রশ্ন করতেই ‘ব্যস্ত আছি’ বলে প্রসঙ্গ এড়িয়েছেন বিধায়ক জুন মালিয়া। এদিন বিধায়কের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। তিনি বলেন, “দলের কোনও কর্মসূচিতে যোগ দেন না বিধায়ক, বিক্ষিপ্তভাবে কর্মসূচি নিলেও ডাকা হয় না দলের শহর সভাপতি থেকে অন্যান্যদের”। এছাড়াও আরও অন্যান্য অনেক অভিযোগ করেছেন বিশ্বনাথ পাণ্ডব।

BJP : ডেবরায় বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, অভিযোগের তির ​তৃণমূলের দিকে
একই দাবি করেছেন মেদিনীপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা মেদিনীপুর শহর সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন। উল্লেখ্য, শনিবার বিকেলে মেদিনীপুর (Medinipur) শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার প্রস্তুতিতে মিছিল ও সভার ডাক দেওয়া হয় দলীয় ব্যানারে। এই কর্মসূচিতে তৃণমূল বিধায়ক জুন মালিয়া (June Maliya) সহ জুন অনুগামীরা উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন জেলা সভাপতি, শহর সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এরপরই মেদিনীপুর শহরের পানপাড়ায় দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত এক তৃণমূল নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় জুন মালিয়াকে। এরপরই জুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপরে দেন শহর সভাপতি সহ সংখ্যালঘু সেলের সভাপতি। শহর তৃণমূলের দাপুটে এই দুই নেতার চাঞ্চল্যকর অভিযোগে রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির।

TMC : পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধাক্কা! পূর্ব মেদিনীপুরে BJP-CPIM ছেড়ে তৃণমূলে ১৫০ পরিবার
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। অন্যদিকে দু’পক্ষের মধ্যে যে মতবিরোধ রয়েছে তা কার্যত মেনে নিয়েছেন মেদিনীপুর জেলার দায়িত্বে থাকা রাজ্য তৃণমূলের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ। শাসকদলের এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্য আসার পর অবশ্য তাঁদের বিঁধতে ছাড়ছে না BJP। জেলা BJP-র সহ সভাপতি শংকর গুচ্ছাইতের দাবি, “বিলম্বিত বোধোদয় হচ্ছে তৃণমূল নেতাদের”। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার আগে জেলা সদরে শাসকদলের কোন্দলে কি আদৌ রাশ টানা যাবে সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *