Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড পুরীর জগন্নাথ রথের মতো…’, দলনেত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি তৃণমূল বিধায়ক মন্ত্রীর – tmc mla biswajit das and snehashis chakraborty praise mamata banerjee and demand for bharat ratna for her


West Bengal Local News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বনগাঁ (Bongaon) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তৃণমূল কংগ্রেসের কর্মসূচির সভামঞ্চে থেকে এই দাবি তুললেন তৃণমূল বিধায়ক। তাঁর সুরে সুর মিলিয়ে ওই সভায় হাজির তৃণমূলের বিধায়ক ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীও মুখ্যমন্ত্রী কর্মকাণ্ডকে পুরীর (Puri) জগন্নাথ দেবের রথ উৎসবের (Jagannath deb Rath) সঙ্গে তুলনা করেন।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গোপালনগরে ২৫ জানুয়ারী সিপিএম এর যুব সংগঠন ডি ওয়াই এফ এই পক্ষ থেকে সমাবেশ করে । সেই সভা থেকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় । শনিবার গোপালনগরে ডি ওয়াই এফ আই এর সভার পালটা সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস । সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী , বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, ”আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত রত্ন (Bharat Ratna) দেবার দাবি জানাচ্ছি ।”

Lakhir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে মিলছে না টাকা! দিদির দূতকে কাছে পেয়েই ক্ষোভ উগড়ে দিলেন মহিলারা

বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের এই দাবিকে সমর্থন জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী । তিনি বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভালোবেসেই এই কথা বলেছেন বিশ্বজিৎ দাস ।” একইসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে পুরীর জগন্নাথের রথের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, ”পুরীর জগন্নাথ দেবের রথের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই স্বাগত। সবাই তাঁর আসতে পারেন। জগন্নাথের রথের দড়ি প্রথম টানতে পারেন সমুদ্রে যারা মাছ ধরে তারা । তারপরে ছুঁতে পারেন সকলে । তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংয়ে বসে থাকেননি মন্ত্রিসভা নিয়ে ছুটে গিয়েছেন সাধারণ মানুষের কাছে ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *