Pradhan Mantri Awas Yojana : আবাসের অনুমোদন সময় শেষের নির্দেশ – navanna warns again to complete the work of pradhan mantri awas yojana within 31 january


এই সময়: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির তালিকায় অনুমোদন দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির তালিকায় জেলাস্তরে অনুমোদন দেওয়া যাবে। অবশ্য চলতি পরিস্থিতিতে নানা জেলায় ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। এ নিয়ে জেলাগুলিকে আগেও সতর্ক করেছে নবান্ন। কারণ, ৩১ জানুয়ারির মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ না হলে, এই রাজ্যের বরাদ্দ অর্থ অন্য রাজ্যে চলে যাবে। এই মর্মে সময়ের কাজ সময়ে শেষ করতে জেলাগুলিকে ফের সতর্কবার্তা দিল নবান্ন।

Pradhan Mantri Awas Yojana : নন্দকুমার থেকে কেশপুর, আবাস নিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল
সরকারি সূত্রে খবর, আবাস যোজনার অধীনে চলতি আর্থিক বর্ষে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত রাজ্যস্তরে অনুমোদন হয়েছে ১০ লক্ষ ৮৬ হাজার ৩১৭টি বাড়ির তালিকা। লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। অর্থাৎ, এখনও ৫০ হাজার ১৭১টি বাড়ির অনুমোদন বাকি রয়েছে। এর মধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে ৭৩.৮১%, মুর্শিদাবাদে ৮৪.৪৪%, দক্ষিণ দিনাজপুরে ৯০.৯১%, দক্ষিণ ২৪ পরগনায় ৯৪.২৩% বীরভূমে ৯৫.০৯%, নদিয়ায় ৯৫.০৯% এবং কোচবিহারে ৯৫.১২% অনুমোদিত হয়েছে। সব মিলিয়ে তিন দিনের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট জেলাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Pradhan Mantri Awas Yojana : ১১ প্রকল্পের কাজ দেখতে ১২ টি জেলায় কেন্দ্রীয় দল
অবশ্য আবাস যোজনার টাকা কেন্দ্র বরাদ্দ করলেও সেই টাকা এখনও রিলিজ করেনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এদিকে, পশ্চিমবঙ্গে দফায় দফায় আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তা নিয়ে রাজনৈতিক তরজাও চরমে। বিজেপির রাজ্য নেতৃত্বর দাবি, তাঁদের করা অভিযোগের ভিত্তিতেই পরিস্থিতি খতিয়ে দেখতেই কেন্দ্রীয় দল রাজ্য সফরে আসছে। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত গ্রাম বাংলায় ঘুরছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর বলেন, ‘আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় আধিকারিকরা কোনও বেনিয়মের খোঁজ পায়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *