Adani Group: হিন্ডেনবার্গ-কাঁটার প্রভাব তাজপুরে? আদানি নিয়ে মমতার মন্ত্রীর গলায় ‘ধীরে চলো নীতি’ – hidenburg report and adani group controversy effect on west bengal tajpur port project here is a the brief analysis


এই সময় ডিজিটাল, এলিনা দত্ত

Tajpur Port মার্কিন ফিন্যান্সিয়াল রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গের রিপোর্টের (Hindenburg Report) জেরে জোর বিতর্ক ব্যবসা থেকে জাতীয় রাজনীতিতে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। মার্কিন সংস্থার ওই রিপোর্টেরই পরই ব্যাপক ক্ষতির মুখে গৌতম আদানির সংস্থা (Gautam Adani)। শুধু তাই নয়, আদানি গ্রুপের (Adani Group) এই বিতর্কের আংশিক প্রভাব পড়েছে অর্থনীতিতেও। ধস নেমেছে দালাল স্ট্রিটে। সেই বিতর্কের প্রভাবে রাজ্য সরকারের মাথাতেও চিন্তার ভাঁজ। কারণ, বাংলাতেও বেশ কিছু বিনিয়োগ রয়েছে গৌতম আদানির। বিশেষত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রজেক্ট তাজপুর বন্দরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আদানি বিতর্কে বাংলার আকাশে কেন আশঙ্কার মেঘ?

শিল্পপতিদের মধ্যে বাংলায় বড় বিনিয়োগ রয়েছে গৌতম আদানির সংস্থার । তাই মার্কিন ফিন্যান্সিয়াল রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গের রিপোর্টের পর দেশজোড়া বিতর্কের ঝড়ের সঙ্গে সঙ্গে জাতীয় অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তাঁর জেরে আশঙ্কার মেঘ ঘনিয়েছে এরাজ্যের বিনিয়োগেও। ২০২০ সালে তাজপুরে বন্দর তৈরির বরাত পায় আদানি গোষ্ঠী। গত তিন বছরে গুটি গুটি পায়ে শুরু হয়ে গিয়েছে সে প্রকল্পের কাজও। এই প্রকল্পের সঙ্গে রাজ্যের শিল্প, পরিবহন সহ কর্মসংস্থানের অনেক সম্ভাবনাও জড়িয়ে রয়েছে। বঙ্গের অন্যতম বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে এই তাজপুর বন্দর প্রকল্পে। তাই আদানি গোষ্ঠীর নাম বিতর্কে জড়ানোর পর সেই বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। এপ্রসঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্ত মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে প্রশ্ন করা হলে এই সময় ডিজিটালকে তিনি বলেন, ”বাংলায় তেমন বড়শিল্প নেই। তাই আদানি গোষ্ঠীর বিনিয়োগ নিয়ে ‘ধীরে চলো নীতি’ নিচ্ছে রাজ্য সরকার। যে কোনও বড় কাজে একাধিক বাধা আসে। সেই বাধাকে অতিক্রম করেই সফল হয় বড় কাজ। এত বড় কর্মযজ্ঞে বিনিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে আপাতত এগোচ্ছে কাজ।”

Gautam Adani Net Worth: কোটি কোটি টাকা খোয়ালেন গৌতম আদানি, ধনীতম তালিকাতেও বিরাট পতন

তাজপুর বন্দরের সঙ্গে আদানি গোষ্ঠীর সংযোগ

দুই মেদিনীপুরে শিল্পের প্রসারে তাজপুরে বন্দর তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সামিল হন গৌতম আদানির সংস্থা। এই তাজপুর বন্দর তৈরিতে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে এই তাজপুর বন্দর তৈরির বরাত পায় আদানি গ্রুপ। মূল প্রকল্পের সঙ্গে আরও ১৫ কোটির বিনিয়োগ রয়েছে এই বন্দরে। তাজপুর বন্দর তৈরি সম্পূর্ণ হলে চাকরি হবে প্রায় ২৫ হাজার মানুষের।

Adani Group: 18,000 কোটি টাকার বিপুল ক্ষতির মুখে LIC, আদানির শেয়ারেই ডুবল টাকা!

আদানি গোষ্ঠীর বর্তমান অবস্থা

দেশের প্রথম সারির শিল্পপতি গৌতম আদানির সংস্থা সাময়িক বিপর্যয়ের মুখে। মার্কিন সংস্থার রিপোর্টের পর এক ধাক্কায় ৫০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে আদানি গ্রুপ। সংস্থার বিভিন্ন শেয়ারেও নেমেছে ধস। সরাসরি প্রভাব শিল্পপতি গৌতম আদানির আয়েও (Gautam Adani Net Worth)। মাত্র কয়েকদিনের মধ্যেই একধাক্কায় ধনীতম ব্যক্তির তালিকায় চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে নেমে গিয়েছেন শিল্পপতি গৌতম আদানি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *