Bike Ambulance : রাজ্যে প্রথম, ফালাকাটায় পশুদের চিকিৎসায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার বাইক অ্যাম্বুল্যান্স – 24 hours bike ambulance service for animals started in falakata


West Bengal News : প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে পদ্মশ্রী করিমুল হক চালু করেছিলেন ‘বাইক অ্যাম্বুল্যান্স’ (Bike Ambulance) পরিষেবা। এবার তাঁর দেখানো পথেই মানুষদের মতো পথের অবলা পশুদের চিকিৎসা দিতেও চালু হল ‘বাইক অ্যাম্বুল্যান্স’ (Bike Ambulance) পরিষেবা। রাজ্যের মধ্যে প্রথম ফালাকাটায় (Falakata) পশুদের চিকিৎসার জন্য চালু করা হল বাইক অ্যাম্বুল্যান্স।ফালাকাটা (Falakata) ব্লক প্রশাসন, পুরসভা সহ শহরের আরও বেশকিছু ক্লাব, পশুপ্রেমী ব্যক্তির আর্থিক সাহায্যে একেবারে অত্যাধুনিক এই অ্যাম্বুল্যান্স চালু করা হল। রবিবার ভার্চুয়ালি এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করেন দেশের পশু অধিকার কর্মী মানেকা গান্ধী (Maneka Gandhi)।

Traffic Police : নকল সাইলেন্সারে শব্দদূষণ, অভিযানে বালুরঘাট ট্রাফিক পুলিশ
আসলে কি এই বাইক অ্যাম্বুল্যান্স?
সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা জন্য যা যা থাকে অ্যাম্বুল্যান্সে, এখানেও তাই থাকছে। একটি বাইকের সঙ্গে বড় ধরনের বাক্স লাগানো হয়েছে। মোটা অ্যালুমিনিয়াম এবং ধাতব পাত দিয়ে বাক্সটি বানানো হয়েছে। বাক্সর মধ্যে লাগানো হয়েছে চাকা। বাক্সটিতে লোহার পাত দিয়ে বাইকের সঙ্গে জোড়া করা হয়েছে। বাক্সের ভেতরে থাকছে একটি স্ট্রেচার, বেল্ট ও স্যালাইনের ব্যবস্থা। এছাড়াও থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। সঙ্গে থাকছে পথ পশুদের প্রাথমিক চিকিৎসার জন্য যাবতীয় ঔষধপত্র সহ ভিতরে অন্তত দুটি পশু থাকার ব্যবস্থা। একই বাক্সের মধ্যে পশুদের পাশাপাশি পাখিদের উদ্ধার, চিকিৎসার ব্যবস্থাও থাকছে।

NBSTC Bus: ট্রেনের সুবিধা এবার বাসেই, ঘরে বসেই জানা যাবে কোথায় বাস
PFA-র ফালাকাটা ইউনিটের সভাপতি শুভদীপ নাগ এই বিষয়ে বলেন, “দীর্ঘদিন ধরেই রাস্তার পশু, পাখি নিয়ে কাজ করছি। কিন্তু আহত, অসুস্থ পশু পাখিদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে নানান সমস্যার সন্মুখীন হয়েছি। তবে পদ্মশ্রী করিমুল হকের বাইক অ্যাম্বুল্যান্স দেখার পরেই পথ পশুদের জন্যও এমন অ্যাম্বুল্যান্স চালু করার চিন্তাভাবনা করি। এক বছর ধরে ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা ও একাধিক সহৃদয় ব্যক্তির সাহায্যে অবশেষে অ্যাম্বুল্যান্স তৈরি করতে পেরেছি। একেবারে বিনামূল্যে পথ পশু,পাখিদের আমরা ২৪ ঘন্টাই শুশ্রূষা করার পরিষেবা দেব।” ফালাকাটার BDO সুপ্রতীক মজুমদার বলেন, “PFA-র ফালাকাটা ইউনিট পশু,পাখিদের নিয়ে ভালো কাজ করছে। তাই তারা যখন বাইক অ্যাম্বুল্যান্সের কথা বলেন আমরা আর্থিক সাহায্য করতে রাজি হই। সম্ভবত রাজ্যে পশু,পাখীর চিকিৎসার জন্য বাইক অ্যাম্বুল্যান্স ফালাকাটাতেই প্রথম চালু হচ্ছে। আগামী দিনেও ব্লক প্রশাসন তাদের পাশে থাকবে।”

West Bengal News : পাথরপ্রতিমার রাস্তায় ধসের ফলে জলের আকাল! ধর্নায় এলাকার মহিলারা
PFA-র ফালাকাটা ইউনিটের পক্ষ থেকে জানা গিয়েছে, বাইক অ্যাম্বুল্যান্সটি তৈরি করতে প্রায় দেড় লাখ টাকা খরচ পড়েছে। অ্যাম্বুল্যান্স চালু করতে প্রায় ৫০ হাজার টাকা দিয়ে একটি পুরনো বাইক কেনা হয়েছে। এছাড়াও বাইকের সঙ্গে থাকা বাক্স বানানো থেকে অ্যাম্বুল্যান্সের ভিতরে চিকিৎসা পরিকাঠামো তৈরি করতে বাকি টাকা খরচ হয়েছে। এই টাকা ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা, কয়েকটি ক্লাব সহ পশু প্রেমীরা দিয়ে সাহায্য করেছেন। রাতে চলাচল করতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বাক্সটির গায়েও নানা রকমের লাইট লাগানো হয়েছে। বাইক অ্যাম্বুল্যান্স রাস্তা দিয়ে চালানোর জন্য RTO, জেলা প্রশাসন, ব্লক সহ বিভিন্ন জায়গায় অনুমতিও নেওয়া হয়েছে। এমনকি অ্যাম্বুল্যান্সটি চালানোর জন্য সংস্থার সদস্য রোহন রায়, দেবাশীষ তালুকদার, রাহুল সাহা, সৌরিক সরকারদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *