CPIM West Bengal : গান্ধীজির প্রয়াণ দিবসেও রাজনীতি! বেলেঘাটায় মাল্যদান ঘিরে তৃণমূল-CPIM বচসা – cpim alleges of stopping them in beleghata gandhi bhawan during mahatma gandhi death anniversary program


নেতাজি সুভাষ চন্দ্র বসুর পর এবার গান্ধীজির মৃত্যুবার্ষিকীতেও ব্রাত্য রইল না রাজনীতি। কলকাতার বেলেঘাটায়া মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে CPIM-তৃণমূল তরজা। অভিযোগ, প্রয়াণ দিবসে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করতে বাধা দেওয়া হয় বাম নেতৃত্বকে। তৃণমূল নেতার পৌঁছনোর আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন মাল্যদান কর্মসূচিতে, তাই বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন সীতারাম ইয়েচুরি, বিমান বসুরা। এখানেই শেষ নয়, প্রকাশ্যে পুলিশকে ফোন করে ধমক দেন তৃণমূল নেতা। এমনটাও খবর পাওয়া যাচ্ছে। অবশেষে বেলেঘাটার গান্ধী ভবনে ঢুকে মাল্যদান করতে পেরেছেন বাম নেতারা। এমনটাই জানা গিয়েছে।

Mamata Banerjee On Netaji Birthday : ‘অনেকে নাম কামানোর জন্য দ্বীপের নামকরণ করছেন’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
গান্ধীজির প্রয়াণ দিবসেও রাজনীতি!

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস ঘিরে রাজনীতির অভিযোগে সরগরম রাজ্য। সোমবার সকালে বেলেঘাটার গান্ধী ভবনে পূর্ব নির্ধারিত মাল্যদান কর্মসূচিতে পৌঁছন CPIM নেতৃত্ব। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPIM-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যরা। কিন্তু, অভিযোগ ওঠে, গান্ধীমূর্তিতে মাল্যদান করতে যাওয়ার সময় তাঁদের বাধা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। পালটা শাসকদলের অভিযোগ, নির্ধারিত সূচি মেনে মাল্যদান কর্মসূচি পালন করেনি CPIM নেতৃত্ব। সেই থেকেই এই বচসা। দেখা যায়, বাধা পেরিয়েই গান্ধী ভবনে শ্রদ্ধা জানানোর কর্মসবচি শুরু করে দেন মহম্মদ সেলিম।

Netaji Subhas Chandra Bose Birth Anniversary: নেতাজীর জন্মবার্ষিকীতে শাসকদলের কোন্দল, পুলিশের উপস্থিতিতে মূর্তির উন্মোচন ভাটপাড়ায়
ঠিক সেই সময়ই পুলিশকে ফোন করেন স্থানীয় তৃণমূল নেতা অলোক দাস। কার্যত হুমকির সুরে পুলিশকে ফোন করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। তাঁকে বলতে শোনা যায়, নির্ধারিত সময় মাল্যদান কর্মসূচির জন্য তৃণমূলকে দেওয়া হলেও কী ভাবে CPIM সেই সময় গান্ধী ভবনে প্রবেশ করল? পুলিশের ব্যর্থতা বলেই উল্লেখ করেন তিনি। প্রথমে তৃণমূল এবং গান্ধী স্মারক সমিতিকে এই মাল্যদান কর্মসূচির জন্য সময় দেওয়া ছিল। তৃণমূল নেতার অভিযোগ, সময় না মেনে CPIM জোর করে কর্মসূচি শুরু করে।

Bharat Jodo Yatra : শেষ হতে চলেছে ভারত জোড়ো যাত্রা, সাফল্য কামনা করে অধীরকে বার্তা সেলিমের
এরপর যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর অলোকানন্দা দাস এই মাল্যদান কর্মসূচি পালন করেন। তাঁর কটাক্ষ, সরকারে থাকাকালীন কোনওভাবেই গান্ধী ভবনের রক্ষণাবেক্ষণ হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *